বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন ছবি ও ভিডিও দিয়ে কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা সম্ভবত অন্তরা বিশ্বাসের থেকে বেশি ভাল আর কেউ জানেনা। অন্তরা বিশ্বাসকে চিনতে পারলেন না তো? কথা হচ্ছে ‘ঝুমা বৌদি’ অর্থাৎ মোনালিসাকে নিয়ে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেনসেশন হলেও আদতে তিনি বঙ্গকন্যা। তবে অন্তরার থেকে মোনালিসা নামেই তাঁকে বেশি চেনে মানুষ।
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য। কখনও সুইমসুট পরে আবার কখনও বাথটবে বসেও ‘উষ্ণ’ ফটোশুট করেন মোনালিসা। ফের আরেকটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
https://www.instagram.com/p/B7VxtGKluKY/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7Xm285lyFf/?utm_source=ig_web_copy_link
ভিডিওতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন মোনালিসা। পরনে নীল ও রূপোলি ‘শিমারি’ পোশাক। সঙ্গে সোনালি কানের দুল, মানানসই মেকআপ ও খোলা চুলে তাঁর এই অবতার যুবকদের রাতের ঘুম কাড়তে বাধ্য। ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় ইংরেজি গান ‘সেনোরিটা’র সুরে ঘুরছেন তিনি। ক্যাপশনে গানের লাইন উল্লেখ কের লিখেছেন, ‘আই লভ ইট হোয়েন ইউ কল মি সেনোরিটা’। বলা বাহুল্য এই ‘স্লো মোশন ভিডিও’ এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
https://www.instagram.com/p/B7Ky4xgFYEg/?utm_source=ig_web_copy_link
কিছুদিন আগেই একের পর এক ফটোশুটের ছবি শেয়ার করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছিলেন মোনালিসা। বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ভাইরাল হয় সেইসব ছবিও।