শাড়ি ও স্লিভলেস ব্লাউজে ঝড় তুললেন ‘ঝুমা বৌদি’, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন ছবি ও ভিডিও দিয়ে কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা সম্ভবত অন্তরা বিশ্বাসের থেকে বেশি ভাল আর কেউ জানেনা। অন্তরা বিশ্বাসকে চিনতে পারলেন না তো?  কথা হচ্ছে ‘ঝুমা বৌদি’ অর্থাৎ মোনালিসাকে নিয়ে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেনসেশন হলেও আদতে তিনি বঙ্গকন্যা। তবে অন্তরার থেকে মোনালিসা নামেই তাঁকে বেশি চেনে মানুষ।

aslimonalisa 78774174 153112919307859 8760118560827298545 n 496515 VpGDaqGn 820x1024 1

সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য। কখনও সুইমসুট পরে আবার কখনও বাথটবে বসেও ‘উষ্ণ’ ফটোশুট করেন মোনালিসা। যেমন এই ফটোশুটটি। এবারে এই ভোজপুরি অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে দেশি লুকে। শাড়ি পরে ফটোশুট করেছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B9VgGyjlEgm/

বেগুনি রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নানা রকম পোজে বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি। বলা বাহুল্য প্রতিটি ছবিই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। প্রতি মুহূর্তে বাড়ছে লাইকের সংখ্যা। প্রচুর মানুষ শেয়ারও করেছেন মোনালিসার ছবিগুলি। মাঝে মাঝেই এমন ফটোশুটের ছবি শেয়ার করেন মোনালিসা। শেয়ার করেন নাচের ভিডিওও।

https://www.instagram.com/p/B9Tfj4ClMuo/?igshid=11wte4muawew1

এর আগেও একটি নাচের ভিডিও শেয়ার করেছিলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ সাবলীল ভঙ্গিতে নাচ করছেন মোনালিসা। তাঁর নাচের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ ছিল না নেটিজেনদের মধ্যে। সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন ঝুমা বৌদি। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মোনালিসা। কিছুদিন আগেই একের পর এক ফটোশুটের ছবি শেয়ার করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছিলেন মোনালিসা। বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। ভাইরাল হয় সেইসব ছবিও।

Niranjana Nag

সম্পর্কিত খবর