পরনে স্বল্প আরবীয় পোশাক, চটুল হিন্দি গানে লাস‍্যময়ী নাচে ঘুম ওড়ালেন মোনালিসা, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভোজপুরি ছবির অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা (monalisa) ওরফে অন্তরা বিশ্বাস। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর ছবি ও নাচের ভিডিও (video) প্রায়ই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। এবার ফের চটুল হিন্দি গানে কোমর দোলাতে দেখা গেল মোনালিসাকে।

জনপ্রিয় হিন্দি গান ‘লায়লা ম‍্যায় লায়লা’ এর তালে তুমুল নাচতে দেখা গেল অভিনেত্রীকে। সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। আসলে এই ভিডিওটি মোনালিসার নতুন সিরিয়াল ‘নমক ইশক কা’ এর সেটের। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী।


সম্প্রতি এই লুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মোনালিসা। মেরুন রঙা সিক‍্যুইনের ব্লাউজ ও থাই হাই স্লিট স্কার্টে ক‍্যামেরাবন্দি হয়েছেন মোনালিসা। সঙ্গে ভারী মেকআপ, কালো চুড়ি ও বড় কালো টিপ। নতুন সিরিয়ালে তাঁর চরিত্র ইরাবতীর সাজে সেজে এদিন অনুরাগীদের সামনে আসেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CIxWv9UFJO2/?igshid=akt3d4fvtxkk

প্রসঙ্গত, নতুন টিভি শো ‘নমক ইশক কা’তে সম্পূর্ণ অন‍্য রকম অথচ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মোনালিসাকে। তাঁর কথায়, এই চরিত্রটি তাঁর ‘ড্রিম রোল’। জানা গিয়েছে, এক নৃত‍্যশিল্পীর গল্প বলবে ‘নমক ইশক কা’। নৃত‍্যশিল্পীর নাম ছমছম। সংসার করার খুব শখ তাঁর। কিন্তু এই সমাজ তাঁকে মেনে নিতে রাজি নয়। এই সিরিয়ালেও খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন মোনালিসা।

https://www.instagram.com/p/CImpn1llH6O/?igshid=1bp4z1jv4eeg6

নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী জানান, “আমার চরিত্রটি নেগেটিভ। ইরাবতী বর্মা খুবই চালাক ও প্রভাবশালী। কিন্তু সবার সামনে সে ভাল সেজে থাকে। এই চরিত্রের অনেকগুলি দিক আছে। ধীরে ধীরে সেগুলি প্রকাশ‍্যে আসবে।”

তিনি আরো বলেন, “ইরাবতী অত‍্যন্ত প্রভাবশালী একটি চরিত্র। সবাই তাকে ভয় পায়। পরিবারেও তার কথাই চলে সবসময়। এটা আমার স্বপ্নের চরিত্র।” শ্রুতি শর্মাকে ছমছমের চরিত্রে দেখা যেতে চলেছে সিরিয়ালে। এছাড়া আদিত‍্য ওঝা ও বিশাল আদিত‍্য সিংকেও দেখা যাবে এই সিরিয়ালে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

X