বাংলাহান্ট ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ছবি মানেই ভিন্ন ধরণের কিছু দেখার আশায় থাকে দর্শক। ২০২২ এর শেষের দিকেই তিনি ঘোষনা করেছিলেন, কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen) বায়োপিক আনতে চলেছেন খুব শীঘ্রই। ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর এবার তাঁর ছবির নায়িকার নাম প্রকাশ্যে আনলেন সৃজিত।
পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রেও থাকছে বিরাট চমক। টলিউডের কোনো প্রথম সারির অভিনেত্রী নন, বরং মনামী ঘোষকে (Monami Ghosh) দেখা যাবে এই চরিত্রে। ইন্ডাস্ট্রির যথেষ্ট জনপ্রিয় মুখ হলেও বড়পর্দায় নিয়মিত দেখা যায় না তাঁকে। বরং নিজের নাচ এবং ছোটপর্দার অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। বড়পর্দায় মনামীকে কম দেখতে পাওয়া নিয়ে অভিযোগও ছিল তাঁর অনুরাগীদের মধ্যে।
অভিনেত্রীর এই বড় ব্রেকে স্বাভাবিকভাবেই খুশি তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবরে শিলমোহর দিয়েছেন মনামী। জানা গিয়েছে, চেহারার দিক থেকে সাদৃশ্য থাকায় গীতা সেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পান মনামী। খবরটা শেয়ার করে তিনি লিখেছেন, ‘আনন্দময় ২০২৩ শুরু হতে চলেছে’।
গত বছরের মাঝামাঝি সময়ে মৃণাল সেনের বায়োপিকের ঘোষনা করেছিলেন সৃজিত। গত বছর ১৪ মে কিংবদন্তি পরিচালকের ৯৯ তম জন্মবার্ষিকীতে তাঁর বায়োপিক ঘোষনা করেন সৃজিত। নাম ‘পদাতিক’। উল্লেখ্য, অভিনেতা চঞ্চল চৌধুরী সদ্য পিতৃহারা হয়েছেন। সম্ভবত কিছুদিনের বিরতি নিয়ে তারপরেই শুটিং শুরু করবেন তিনি।
অন্যদিকে জানা গিয়েছে, গীতা সেনের চরিত্রটিকে ভাল ভাবে বুঝতে তাঁর একটি ভিডিও ক্লিপ মনামীকে দিয়েছেন সৃজিত। পরিচালক পত্নির পুরনো সাক্ষাৎকারের ভিডিও দেখেই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন মনামী।