অবশেষে স্বস্তি, ২২ দিন পর করোনা জয় করে বাড়ি ফিরলেন মনামীর মা

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) বিরুদ্ধে যুদ্ধ জিতে বাড়ি ফিরলেন মনামী ঘোষের (monami ghosh) মা। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর দিয়েছেন অভিনেত্রী। করোনা আক্রান্ত হয়ে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন মনামীর মা। অবশেষে দুশ্চিন্তা থেকে মুক্তি। সুস্থ হয়ে মেয়ের সঙ্গে বাড়ি ফিরে এসেছেন তিনি।

আসলে সম্প্রতি কয়েকদিন যাবৎ সোশ‍্যাল মিডিয়ায় বেশি দেখা মিলছিল না মনামীর। যেখানে ইনস্টাগ্রাম নয়তো ইউটিউবে মাঝে মধ‍্যেই ছবি বা ভিডিও শেয়ার করতে থাকেন মনামী সেখানে দীর্ঘদিন কোনো পোস্ট চোখে পড়েনি অভিনেত্রীর। স্বাভাবিক ভাবেই মনামীকে নিয়ে চিন্তায় পড়েছিল তাঁর অনুরাগীরা।

IMG 20210607 181515
অভিনেত্রীর পুরনো পোস্টে জিজ্ঞাসাও করেছিলেন তারা। তবে তখন কোনো উত্তর দেননি মনামী। মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনে তারপরেই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একটি পোস্টে মনামী লেখেন, ‘গত কয়েক সপ্তাহ আমি ইনস্টাগ্রামে সক্রিয় ছিলাম না। আমার মা করোনা আক্রান্ত ছিলেন এবং সেই সময়টা আমার, আমার মা ও আমার পরিবারের জন‍্য খুব কঠিন সময় ছিল। ২২ দিন পর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।’ সকলকে সুস্থ থাকার অনুরোধ করেছেন মনামী।

https://www.instagram.com/p/CPvx5hnrz-9/?utm_medium=copy_link

সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে মনামীর প্রথম ওয়েব সিরিজ (web series) ‘মৌচাক’ (mouchak) এর টিজার। আগামী জুনেই শুরু হচ্ছে হইচই (hoichoi) এর নয়া ওয়েব সিরিজ ‘মৌচাক’। আর সেই সিরিজেই মূল চরিত্রে রয়েছেন মনামী। মৌ বৌদির পোস্টারটি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে প্রশ্ন, ‘মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা রেডি তো?’

https://www.instagram.com/tv/CPxzZFpFwLV/?utm_medium=copy_link

টিজারটিও নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। হাতে গুলতি নিয়ে টিপ করে একের পর এক বোতল ফেলতে দেখা গিয়েছে মনামীকে। এক একটি বোতলে একেকজনের ছবি। কিন্তু লটারির টিকিট লাগানো বোতলে এসেই আটকে গিয়েছেন তিনি। আগামী ৮ জুন প্রকাশ‍্যে আসবে ওয়েব সিরিজের ট্রেলার। কাঞ্চন মল্লিক, সৌরভ চ‍্যাটার্জি, উজান চ‍্যাটার্জির মতো অভিনেতাদের দেখা যাবে এই সিরিজে।

Niranjana Nag

সম্পর্কিত খবর