বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ (Monami Ghosh)। বহুদিন ধরেই টিভি ধারাবাহিকে তাঁকে দেখে আসছে মানুষ। সেই হিসেবে তিনি বেশ ব্যস্ত অভিনেত্রীও বটে। কিন্তু কাজের ফাঁকে একটু ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন তিনি। সেই সব বেড়ানোর ছবি শেয়ার করতেও ভোলেন না সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মনামী। মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর এখন লকডাউনে বাড়িবন্দি হয়ে প্রায়দিনই একের পর এক ভিডিও শেয়ার করছেন তিনি। কিন্তু এখন আর কিছুই ভাল লাগছে না মনামীর। কারনটা কি?
https://www.instagram.com/p/B_fkMUcD4uE/?igshid=1q80cznmxavop
সম্প্রতি একটি টিকটক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে বার বার একই কথা বলে চলেছেন তিনি, ভাল লাগে না। আসলে মজা করেই এই ভিডিওটি করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, সারাদিন যারা ঘুরে বেড়ায় এই কোয়ারেন্টাইনে তাদের অবস্থা। ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/B_hamN6Dk5h/?igshid=fdlxp41al26
প্রসঙ্গত, কিছুদিন আগেই টিকটক করার জন্য নেটিজেনদের একাংশের ক্ষোভের সম্মুখীন হন মনামী। নেটিজেনদের একাংশ দাবি তোলেন বয়কট করতে হবে টিকটক। অনেকেই মন্তব্য করেন, নিজের দেশকে ভালবাসলে এই অ্যাপটি বয়কট করুন। আসলে সারা বিশ্বে করোনা মহামারির আকার ধারন করায় অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দুষছে চিনকে। যেহেতু চিনের উহান প্রদেশ থেকেই প্রথম এই ভাইরাসের খোঁজ পাওয়া যায় তাই অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টাই চিনের মস্তিষ্কপ্রসূত ও ইচ্ছাকৃত।
https://www.instagram.com/p/B93ZCSmlK_r/?igshid=t6qkq0k4brlc
করোনার কারনে সারা দেশের অর্থনীতিতেই লেগেছে বিরাট ধাক্কা। তাই একদল মানুষ আওয়াজ তুলেছে চিনের কর্তৃত্ব কায়েম করার পরিকল্পনাকে সমূলে উপড়ে ফেলতে হবে। তাই তারা টিকটকের মতো চিনা অ্যাপ গুলিকে বয়কট করার দাবি তুলেছেন।
https://www.instagram.com/p/B9tExYylYm_/?igshid=12xpukq293uek
https://www.instagram.com/tv/B_ZwqqtDCAR/?igshid=r8uxj9lfjdjw
তবে তাতে যে মনামী খুব একটা ভ্রূক্ষেপ করেননি তা এই ভিডিও দেখেই স্পষ্ট। এই প্রসঙ্গে কোনও মন্তব্যও করতে দেখা যায়নি তাঁকে।