বাংলা হান্ট ডেস্কঃ সরকারি মানেই নিরাপদ! সেই কারণে অনেকেই বেসরকারি প্রতিষ্ঠান ছেড়ে সরকারি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে (Post Office) টাকা রাখেন। কিন্তু সেই পোস্ট অফিস থেকেই গায়েব হয়ে গেল ১২ লক্ষ টাকা! ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
চিটফান্ড থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা আগেও এই রাজ্যে ঘটেছে। বহু চিটফান্ড কেসে উত্তাল হয়ে উঠেছে বাংলা। তবে এবার খোদ পোস্ট অফিস থেকে হাওয়া হয়ে গেল লক্ষাধিক টাকা। জানা যাচ্ছে, এই ঘটনায় বিরক্ত বিচারপতি ঘোষ (Justice Tirthankar Ghosh)। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
পোস্ট অফিস থেকে টাকা গায়েবের এই ঘটনায় জাস্টিস ঘোষের পর্যবেক্ষণ, ‘মানুষের খাটনির টাকা জমাতে রাখছেন। আর সেটা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। সরকারি চাকরিজীবীদের টাকা এভাবে পোস্ট অফিস থেকে লোপাট হয়ে গেল আর পুলিশ কিছু না করলে পোস্ট অফিস থেকে মানুষের ভরসা উঠে যাবে’।
আরও পড়ুনঃ স্লট লিডার মিত্তির বাড়ি! TRP তালিকায় ফের ছক্কা হাঁকাল পরিণীতা! কথা-ফুলকিদের কী হাল?
জানা যাচ্ছে, এদিন শুনানির সময় এই নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি। তিনি বলেন, ‘জামালপুর থানা বিগত দেড় বছরে কিচ্ছু করেনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে মানুষ যদি এভাবে প্রতারিত হয়, তাহলে মানুষ কোথায় যাবে?’ একইসঙ্গে জাস্টিস ঘোষ বলেন, ‘কেউ কোনও দায়িত্ব নেবেন না। একটু কঠিন কাজ হলেই সবাই দায় এড়িয়ে যাবে’।
পোস্ট অফিস থেকে ১২ লক্ষ টাকা গায়েবের এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে তা এডিজি সিআইডির হাতে তুলে দেওয়া হয়। একইসঙ্গে এই মামলার দায়িত্ব আগে যে দু’জন আইও-র হাতে ছিল, তাঁদের ডেকে পাঠানোর নির্দেশ দেন এডিজি সিআইডিকে। তদন্তের ক্ষেত্রে ওই দু’জন অফিসার কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটার ব্যাখ্যা নিতে বলা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পুলিশকে এই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।