অবিশ্বাস্য! মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই ৪.৫০ কোটি রিটার্ন! কিভাবে পাবেন? জানুন…

বাংলাহান্ট ডেস্ক : অর্থ বিনিয়োগ করা হল দুর্দান্ত একটি অভ্যাস (Money Making Tips)। প্রত্যেকটি মানুষের উচিত দ্রুত বিনিয়োগ শুরু করা। রোজগার অল্প হলে বিনিয়োগ কিভাবে করতে হয় সেই নিয়ে অনেকে চিন্তা করেন। স্বল্প টাকা বিনিয়োগ করে কোটিপতিও হওয়া যায়, বলছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে লাভজনক হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ (Investment)।

মাসে ৩ হাজার টাকা বিনিয়োগেই মোটা অঙ্কের লক্ষ্মীলাভ (Money Making Tips)

দশ পনেরো কিংবা কুড়ি বছরের জন্য বিনিয়োগকে বলা হয় দীর্ঘমেয়াদী। এসআইপির (SIP) জন্য আদর্শ ৩০ বছর মেয়াদ। প্রতি মাসে তিন হাজার টাকা করে ৩০ বছর একটানা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাবেন (Money Making Tips) তিনি? এসআইপি (Systematic Investment Plan) ক্যালকুলেটর অনুসারে, ১৫ শতাংশ গড় রিটার্ন ধরলে প্রতিমাসে তিন হাজার টাকা বিনিয়োগ করলে ৩০ বছরে ৪.৫০ কোটি টাকা মিলবে।

আরোও পড়ুন : এবার সহজেই লাখপতি হবেন আপনিও! ১০ হাজার দিয়ে শুরু করুন এই ব্যবসাগুলি, কামান মোটা টাকা

তবে সে ক্ষেত্রে প্রতিবছর বিনিয়োগের উপর ১০ শতাংশ হারে স্টেপ আপ করতে হবে। এই বছর যদি কেউ তিন হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে পরের বছর তার ১০ শতাংশ বৃদ্ধি করবেন। অর্থাৎ ৩ হাজার ৩০০ টাকা বিনিয়োগ করবেন। পরের বছর আরো ১০ বৃদ্ধি করতে হবে (Money Making Tips)। ৩০ বছর ধরে এভাবে চলতে থাকলে মোট রিটার্ন দাঁড়াবে ৪,৫০,৬৬, ৮০৯ টাকা।

Untitled design 20240809 180927 0000 1

এসআইপি ক্যালকুলেটরের হিসেব বলছে, উল্লিখিত পদ্ধতিতে দশ শতাংশ স্টেপ আপে বিনিয়োগ করতে থাকলে ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৫৯,২১,৭৮৫ টাকা। ১৫ শতাংশ হারে রিটার্ন পেলে, সুদ থেকে পাওয়া যাবে ৩ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ সুদ এবং আসল দুইয়ে মিলিয়ে সর্বমোট রিটার্ন মিলবে ৪.৫০ কোটি টাকা। খেয়াল রাখবেন, মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু ঝুঁকি রয়েছে। তাই বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে তবে বিনিয়োগ করবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর