বিনিয়োগ করতে হবে না এক পয়সাও! তবুও আপনিই হবেন কোটি টাকার মালিক! জানা আছে এই ফর্মুলা?

বাংলাহান্ট ডেস্ক : যে হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের। যে কটা টাকা মাসে রোজগার হয় তা দিয়ে সংসার চালানোর পর অনেকেই আর কোথাও বিনিয়োগ করতে পারেন না। তবে এই অবস্থা থেকে মুক্তির একটা উপায় আছে। খুব সামান্য বিনিয়োগ করে পেতে পারেন মোটা মুনাফা (Money making Tips)।

ফর্মুলা (Money Making Tips) মেনে হন বিপুল টাকার মালিক

তবে সেই বিনিয়োগের টাকা দিতে হবে না আপনাকে। তাহলে সেই টাকা আসবে কোথা থেকে? সেই ফর্মুলাই (Money making tips) জেনে নেব আজকের প্রতিবেদনে। এই ফর্মুলা জানার আগে একটি সাধারণ হিসাব দেখে নেওয়া যাক। ধরে নিন আপনি প্রতি মাসে ১ হাজার টাকার এসআইপি (Systematic Investment Plan) করেছেন। বার্ষিক গড় ১২ শতাংশ হারে রিটার্ন পেলে ১০ বছর পর আপনি হয়ে যাবেন ২,৩২,৩৩৯ টাকার মালিক।

   

আরোও পড়ুন : সুবর্ণ সুযোগ! মাধ্যমিক পাশেই মিলবে রেলের চাকরি! নিয়োগ হবে এই পদে, অ্যাপ্লাই না করলেই বড় লস

যদি বার্ষিক গড় ১৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায় তাহলে আপনার হাতে আসবে ২,৭৮,৬৫৭ টাকা। যদি বার্ষিক ১৮% হারে আপনি রিটার্ন পেতে থাকেন, তাহলে ১০ বছর পর আপনি ফেরত পাবেন ৩.৩৬ লাখ টাকা।একই ভাবে যদি আপনারা ১০ বছরের বদলে ২০ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে রিটার্ন পাবেন আরো মোটা টাকা। ২০ বছরের জন্য যদি আপনি গড়ে ১২ শতাংশ বার্ষিক হারে রিটার্ন পান তাহলে ফেরত পাবেন ১০ লক্ষ টাকা। 

আরোও পড়ুন : Optical Illusion : ৭ সেকেন্ডে খুঁজে বার করতে হবে ৫ পার্থক্য! একবার পরখ করে নিন আপনার বুদ্ধিমত্তা

১৫ শতাংশ হারে রিটার্ন পেলে ২০ বছর পর পাবেন ১৫.১৫ লক্ষ টাকা। এইভাবে বার্ষিক ১৮% হারে রিটার্ন পেলে ২০ বছর পর পাবেন ২৩ লক্ষ টাকা। প্রতিমাসে ১ হাজার টাকা করে এসআইপি করতে হবে সেটা আমরা বুঝে নিলাম। তবে এবার প্রশ্ন হল প্রতিমাসে ১ হাজার টাকা আসবে কোথা থেকে? কী বলছে ফর্মুলা (Money Making Tips)? প্রায় প্রত্যেকটি রাজ্য সরকারই মহিলাদের জন্য প্রতি মাসে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে।

Indian Money:

এই প্রকল্পগুলির মাধ্যমে বাড়ির মহিলারা প্রতিমাসে ১ হাজার থেকে ১৫০০ টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। পশ্চিমবঙ্গে যেমন মহিলাদের জন্য চালু রয়েছে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ১০০০/১২০০ টাকা করে ভাতা দিয়ে থাকে সরকার। এই ভাতার টাকা আপনারা বিনিয়োগ (Investment) করতে পারেন এসআইপিতে। সঠিকভাবে বিনিয়োগ করলে এই টাকা একদিন ফেরত আসবে মোটা অঙ্কে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর