ঘুষ নিতে গিয়ে ধরা! এবার বিজেপি বিধায়কের ছেলের বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

বাংলাহান্ট ডেস্ক : বিপুল পরিমাণ টাকার হদিশ এবার পাওয়া গেল বিজেপি (Bharatiya Janata Party) বিধায়কের (Members of legislative assembly) ছেলের বাড়ি থেকে। ইতিমধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে ওই বিধায়কের ছেলেকে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাপের মুখে পড়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, বিজেপি শাসিত কর্ণাটকের (Karnataka) রাজনীতিতেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

বৃহস্পতিবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় কর্ণাটকের চান্নাগিরির বিজেপি বিধায়ক কে মাদল বিরূপাক্ষপ্পার ছেলে প্রশান্ত কুমার এমভিকে। গ্রেপ্তারির পর তল্লাশি চালানো হয় প্রশান্ত কুমার এমভিকের ডলার কলোনির বাড়িতে।বেঙ্গালুরু জল সরবরাহ ও পয়: নিষ্কাশন বোর্ডের চিফ অ্যাকাউন্টেন্টের নেতৃত্বে চালানো হয় এই অভিযান।

সূত্রের খবর, এই তল্লাশি অভিযান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। বিধায়ক পুত্র ছাড়াও তল্লাশি চালানো হয়েছে কর্নাটক সরকারের এক আমলার বাড়িতেও। জানা গিয়েছে ওই আইএএস অফিসারের নাম মহেশ এম। বর্তমানে তিনি কর্নাটক শোপস এন্ড ডিটারজেন্টস লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তবে ওই আমলার বাড়ি থেকে কোনও টাকার খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার গভীর রাতে একসঙ্গে দু’জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। বিধায়ক পুত্রর বাড়িতে গোছা গোছা টাকা উদ্ধার হওয়ায়, সেখানে ব্যাঙ্ক থেকে কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়। ওই বিধায়ক পুত্রের কাছ থেকে ও বাড়ি থেকে উদ্ধার করা হয় আট কোটি টাকার কাছাকাছি। গ্রেপ্তারির সময় ঘটনাস্থলে ছিলেন কর্নাটকের আইজি এ সুব্রামনেশ্বর রাও। এছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গালুরু লোকায়ুক্ত পুলিশ সুপার অশোক কে ভি।

 prashanth madal raid

বর্তমানে KS&DL এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন কর্নাটকের বিজেপি বিধায়ক কে মাদল বিরূপাক্ষপ্পা। তার ছেলে প্রশান্ত কুমার এম ভিও একই পদে রয়েছেন। পুলিশ বিধায়ক পুত্রের একাধিক তথ্য বর্তমানে অনুসন্ধান করে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে তার কাছে আর কি পরিমান সোনা বা রুপোর গয়না রয়েছে। প্রশান্ত ছাড়াও তাঁর তিন অ্যাকাউন্টট্যান্ট সুরেন্দ্র, নিকোলাস ও গঙ্গাধরকে গ্রেফতার করা হয়েছে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর