অল্প সময়ের মধ্যে ১০ কোটি টাকা জমাতে চান? জেনে নিন বিনিয়োগের সঠিক পন্থা

বাংলাহান্ট ডেস্ক : দ্রব্যমূল্যের স্ফীতির বাজারে আয়-ব্যয়ের পাশাপাশি আমাদের সকলের সঞ্চয়ের দিকটিও ভাবা উচিত। সঠিক সঞ্চয় ভবিষ্যতে অবসর জীবনের চিন্তা দূর করে। তাই সঞ্চয়ী ব্যক্তিরা সবসময় মন দেন তহবিল বাড়ানোর দিকে। অনেকেই ধারণা করেন যে অনেক পরিমাণে সঞ্চয়ের (Savings) জন্য বিপুল পরিমাণ টাকা দিয়ে শুরু করতে হয় সঞ্চয়। এর ফলে ভ্রান্ত হয়ে তারা অনেক সময় নিয়ে ফেলেন ভুল সিদ্ধান্ত।

দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মাথায় রাখা উচিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, শুরু করুন তাড়াতাড়ি। দ্বিতীয়ত, সুশৃংখল ও নিয়মিতভাবে আয় বৃদ্ধির সাথে ছোট ছোট অংশের আপনার বার্ষিক বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করুন। সর্বদা মনে রাখবেন দীর্ঘ সময়ের জন্য সঞ্চয়ের প্ল্যানে কখনই প্রয়োজন হয় না বিশাল পুঁজির। এরই সাথে আপনাকে বেছে নিতে হবে না উচ্চ রিটার্নসহ বিনিয়োগের বিকল্প। এর জন্য আপনার দরকার শুধু সময় ও শৃঙ্খলা।

এবার একটি উদাহরণ দিয়ে জেনে নেওয়া যাক বিনিয়োগের (Investment) মাধ্যমে আপনি কত সময়ের মধ্যে ১০ কোটি টাকার সম্পদ তৈরি করতে পারবেন। ধরে নেওয়া যাক কোন ব্যক্তি মাসিক ২৫ হাজার টাকার SIP দিয়ে বিনিয়োগ শুরু করেন এবং তিনি তিনটি রিটার্নের বিকল্প রাখেন। এগুলি হল প্রতিবছর ৮,১০ ও ১২ শতাংশ। বাজারের ঝুঁকি নিতে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আপনি বার্ষিক ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

Untitled design 19

আপনি যদি স্টেপ আপ SIP এ বিনিয়োগ করেন তাহলেও আপনি পেতে পারেন এই শতাংশ হারে সুদ। যেখানে আপনি ১০ শতাংশ করে বিনিয়োগের পরিমাণ প্রতিবছর বাড়াতে পারেন। অর্থাৎ, আপনি শুরু করুন ২৫ হাজার টাকার একটি মাসিক SIP দিয়ে। এরপর সেটি বৃদ্ধি করতে থাকুন ১০ শতাংশ করে প্রতিবছর। এরপরে দ্বিতীয় বছরে সেটি হবে ২৭ হাজার ৫০০ টাকা। এরকমভাবে SIP এর সময়কাল অবধি বাড়াতে থাকুন টাকা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর