সংসার চালিয়ে টাকা সঞ্চয়ে ছুটছে কালঘাম? মেনে চলুন এই টিপসগুলি, নতুন বছরেই হবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় সংসারের খরচ করে টাকা জমানোর (Money Savings) চিন্তাভাবনা করা যায় না। বিশেষ করে মধ্যবিত্তদের সংসারে নিত্যদিন ভিন্ন জিনিসের অভাব। আর সেই অভাব মেটাতে খরচ করতে হয় হাজার হাজার টাকা। তার উপর এই দুর্মূল্যের বাজারে সব জিনিসই যেনো অগ্নি ছোঁয়া। সেই সাথে তো রয়েছে বাচ্চাদের স্কুলের ফিস, ইলেকট্রিক বিল বিভিন্ন রকমের ফর্দ। আর এতকিছুর পর টাকা জমানোর পরিকল্পনা করাও যেনো স্বপ্নের মত। কিন্তু আজ এমন কিছু টিপসের কথা বলব, যা মানলেই জমাতে পারবেন টাকা।

টাকা জমানোর (Money Savings) দারুণ টিপস:

অনেকেই চান মাসের শেষে কিছুটা হলেও টাকা জমাতে। বিপদের সময় এই জমানো পুঁজি হয়ে দাঁড়ায় রক্ষক। কিন্তু এদিকে সঞ্চয় করার সুযোগ কই? আর এই সুযোগ পেতে মেনে চলুন কিছু টিপস। ২০২৫-এর শুরু থেকেই মানতে হবে এগুলি। প্রতিমাসেই নিজের মন মতো অর্থ সঞ্চয় (Money Savings) করতে পারবেন। বছর শেষে হাতে আসবে মোটা অঙ্কের টাকা।

Money savings tips for middle class family

কি কি টিপস মানবেন টাকা জমাতে:

১) ওয়ান টাইম সামগ্রী নয়: আমরা অনেকেই কম দামে জিনিস পেলে তা কিনে নিয়ে আসি। কিন্তু তা আদৌ টেকসই কিনা সেটা বিচার করে দেখি না। তাই সবার আগে জিনিসের গুণগত মান বিচার করুন। টেকসই হলেই কিনুন, যাতে সেটা অনেকদিন ব্যবহার করা যায়। এক জিনিসের পিছনে প্রতিমাসে টাকা অপচয় করা অর্থহীন। তাই চেষ্টা করুন ওয়ান টাইম সামগ্রী নয়, লং টাইম সামগ্রী কেনার। এতে করে আপনি টাকা সঞ্চয় (Money Savings) করতে পারবেন।

২) খরচহীন ভাবে চলার: সপ্তাহের নির্দিষ্ট একটি দিন অবশ্যই খরচহীন ভাবে চলা আবশ্যক। প্রতিদিনই যদি অর্থ ব্যয় করেন তাহলে টাকা জমানো (Money Savings) মুশকিল। বিশেষ করে, চেষ্টা করুন ছুটির দিন গুলিতে প্রয়োজনের বেশি খরচ না করার। বাড়ির নিত্যজিনিস, বাজার ছাড়া বিরতি নিন অর্থ ব্যয় করা থেকে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রীর জয়জয়কার! রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক! ধন্য ধন্য করছে সকলে

৩) বিলাসিতা: লোক দেখানো বিলাসিতা করে লাভ নেই। অনেকসময় বিলাসবহুল পোশাক-আশাক, প্রসাধনী, নিত্য সামগ্রী কিনে থাকি আমরা। কিন্তু প্রতিমাসে এমন ভাবে বিলাসবহুল জিনিসপত্রের পিছনে টাকা খরচ না করাই ভালো। প্রয়োজনের বেশি খরচ করলে অর্থ সঞ্চয় (Money Savings) করা যায় না। বিলাসিতাই খরচের মূল কারণ।

আরও পড়ুনঃ কেন্দ্রের ‘এই’ প্রকল্পের সুবিধা পাবে না রাজ্যবাসী! সোজা ‘না’ বলে দিল রাজ্য

৪) বেহিসেবি খরচ: বেহিসেবি হওয়া বন্ধ করুন। হিসেব মেনে খরচ করলে সংসার সঠিক ভাবে চলে। বিশেষ করে চেষ্টা করুন, কার্ডের পরিবর্তে নগদ অর্থ ব্যবহার করার। বিশেষজ্ঞদের মধ্যে, কার্ডে খরচ করলে বেহিসেবি খরচ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তাই অর্থ সঞ্চয় (Money Savings) করার সবচেয়ে বড় টিপস হচ্ছে এটি। তাই ২০২৫ এর শুরু থেকেই এই কাজগুলি করুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর