বাংলা হান্ট ডেস্ক: কৃষকদের জন্য মিলল বড় সুখবর! এবার খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে PM Kisan যোজনার টাকা ট্রান্সফার করা হতে পারে। সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এপ্রিলের প্রথম সপ্তাহেই কৃষকদের অ্যাকাউন্টে যোজনার নির্ধারিত ২০০০ টাকা ট্রান্সফার করা হতে পারে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্র সরকারের তরফে দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা করে ট্রান্সফার করা হয়ে থাকে।
এই যোজনার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে প্রত্যেক চারমাস অন্তর ক্রেডিট করা হয়। ইতিমধ্যেই এই যোজনার ১০ টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। তবে, এবার একাদশ কিস্তির টাকা আগামী মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষকদের।
জানিয়ে রাখি যে, এই প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আপনিও যদি PM Kisan যোজনার সুবিধা নিতে চান তাহলে আপনি বাড়িতে বসেই এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে, তার জন্য দরকার পড়বে চারটি প্রয়োজনীয় ডকুমেন্টসের। এগুলি ব্যতীত এই প্রকল্পের জন্য আবেদন করা যাবেনা। এছাড়াও, পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ইচ্ছুকরা।
PM Kisan যোজনায় আবেদনের জন্য চারটি প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. ব্যাঙ্ক অ্যাকাউন্ট- PM Kisan যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। যে কারণে এই প্রকল্পে আবেদনকারীদের অবশ্যই নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি।
২. মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবি- এই প্রকল্পে আবেদনকারীর একটি স্থায়ী মোবাইল নম্বর প্রয়োজন। ওই নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে ৷ এছাড়া আবেদন করার সময় একটি পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে।
৩. জমির কাগজপত্র- এই যোজনায় আবেদন করার জন্য চাষের জমির কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে আবেদনকারীকে।
৪. আধার কার্ড- PM Kisan যোজনায় আবেদনের ক্ষেত্রে আধার কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক। উল্লিখিত এই চারটি ডকুমেন্টস সঠিক ভাবে প্রদান করলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আবেদনকারীরা।