কৃষকদের জন্য সুখবর ! ১১ কোটি অ্যাকাউন্টে আসবে টাকা

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিলের প্রতিবাদের এখনও দিল্লীর রাস্তায় প্রতিবাদ জারি রেখেছে কৃষকরা (farmer)। প্রায় ৪ মাস ধরে দিল্লী সীমান্তে প্রতিবাদী বিক্ষোভ করে চলেছে কৃষকরা। কৃষকদের এই প্রতিবাদের মাঝেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কিস্তি অ্যাকাউন্ট স্থাপন করতে চলেছে। যাতে ৩ কিস্তিতে ২০০০ টাকা পাবেন কৃষকরা।

কৃষি বিল বাতিলের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্র সরকারের সঙ্গে ১১ দফা বৈঠকের পরও কোন সমাধান সূত্র বের হয়নি। কৃষকরা চাইছেন এই বিল সম্পূর্ণ রূপে বাতিল ঘোষণা করতে। যতদিন না সরকার বাতিল ঘোষণা করছেন, ততদিন তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কেন্দ্র সরকার তা বাতিল নয়, পরিবর্তন করতে প্রস্তুত। আপাতত এই বিল স্থগিত রয়েছে। তবে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের এই স্কিম কৃষকদের কিছুটা সুরাহা করবে বলে আশা করা যাচ্ছে।

ndbbskjbkj

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে হলে আপনার ১ লা ডিসেম্বর ২০১৯ থেকে আঁধার কার্ড থাকা প্রয়োজন। সেইসঙ্গে আপনার ব্যাংকের পাশ বইয়ের সঙ্গে আঁধার লিঙ্ক আবশ্যক। যদি আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন তাহলে 011-24300606 নম্বরে যোগাযোগ করতে পারেন।

যেসকল কৃষকরা প্রাক্তন বা বর্তমান জেলা পঞ্চায়েতের সদস্য, কাউন্সিলর, বিধায়ক, সংসদ সদস্য পদে রয়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যে কোনও বিভাগে কোনও পদে থাকলেও, এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কৃষক। আয়করদাতারা এবং যারা পেনশন পেয়ে থাকেন, তারাও এই সুবিধা পাবেন না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর