বাংলাহান্ট ডেস্ক : ডিজিটাল পেমেন্টের যুগে অত্যন্ত জনপ্রিয় হয়েছে ইউপিআই (UPI)। এছাড়াও অনলাইন কেনাকাটার মাধ্যম হিসেবে অনেকেই বেছে নেন ডেবিট-ক্রেডিট কার্ড। তবে এমন অনেক সময় আসে যখন নগদ টাকার দরকার হয়। এটিএম থেকে টাকা তোলার জন্য প্রয়োজন হয় ডেবিট কার্ডের।
তবে ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই আধার নম্বর (Aadhaar Number) ব্যবহার করে তুলতে পারবেন টাকা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) Aadhaar Enabled Payment System (AEPS) ব্যবহার করে গ্রাহককে মাইক্রো এটিএম থেকে নগদ টাকা তোলার অনুমতি প্রদান করে।
আধার নম্বর (Aadhaar Number) ব্যবহার করে টাকা তোলা :
আধার নম্বর (Aadhaar Number) ব্যবহার করে টাকা তোলার জন্য আপনাকে ভিজিট করতে হবে একটি মাইক্রো এটিএএমে। খুচরো দোকান, ফার্মেসী বা ব্যাঙ্কিং সংস্থাগুলোতে এই ধরনের মাইক্রো এটিএম পেতে পারেন। সেখানে গিয়ে সিস্টেমে ১২ ডিজিটের আধার নম্বর প্রদান করতে হবে। তারপর বায়োমেট্রিকের মাধ্যমে সারতে হবে ভেরিফিকেশন।
আরোও পড়ুন : রাত পোহালেই বৃষ্টি শুরু! শনিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর
ভেরিফিকেশনের পর কম্পিউটার স্ক্রিনে বেশ কিছু বিকল্প দেখতে পাবেন। সেখান থেকে উইথড্রল বিকল্প বেছে নিয়ে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারেন। মনে রাখবেন Aadhaar Enabled Payment System ব্যবহার করে টাকা তোলার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। কিছু ব্যাংকের ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমা ১০০০০, আবার কিছু ব্যাংকের ৫০ হাজার।
ব্যাংক বিশেষে টাকা তোলার ঊর্ধ্বসীমা ভিন্ন। টাকা তোলার পর আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে লেনদেন সংক্রান্ত মেসেজ লাভ করবেন। প্রসঙ্গত, ইদানিংকালে Aadhaar Enabled Payment System ব্যবহার করে বেশ কিছু জালিয়াতির ঘটনাও সামনে এসেছে। তাই এই পরিষেবা ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরী।