বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়ই প্রাণীদের ভিডিও ভাইরাল (Animal’s Viral Video) হতে থাকে। মানুষ সেই ভিডিও গুলোকে খুব পছন্দঅ করেন আর সেই ভিডিও গুলো সহজেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুধু নতুনই না, অনেক সময় অনেক পুরনো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার এমনই এক পুরনো ভিডিও আবারও ভাইরাল। ওই ভিডিওতে রাস্তার মাঝে একটি সাপ আর বেজির লড়াই (Cobra Mangoose Fight) দেখা যাচ্ছে। সাপ আর বেজি রাস্তার মাঝে একে অপরের উপর আক্রমণ করছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বাস রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর তাঁর সামনে দিয়ে একটি সাপ রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকদিক থেকে একটি বেজি সেই সাপের দিকে আসছে। বেজিকে দেখে প্রথমে সাপ তাঁর উপর আক্রমণ করার চেষ্টা করে। যদিও সে সফল হয়না।
এরপর বেজি সেই সাপের উপর আক্রমণ করা শুরু করে। কিছুক্ষণ দুজনের মধ্যে যুদ্ধ চলে। শেষমেশে বেজি এই যুদ্ধে জয়লাভ করে। আর সাপের মুখ তাঁর মুখের ভিতর ঢুকিয়ে নেয়।
Animals trying to kill a snake is akin to suicide, but mangoose have tricks of their own.Residing for millions of years alongside them, they have adopted to its venom. Agility, thick coats & glycoprotein production makes it immune to venom.Thick jaws brings cobra down in seconds. pic.twitter.com/d32TmUTjcJ
— Susanta Nanda (@susantananda3) March 16, 2020
প্রায় এক মিনিটের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ওই ভিডিওকে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেন। ওই ভিডিও শেয়ার করে উনি লেখেন, ‘অন্য কোন প্রাণী জদি সাপের উপর হামলা করে, তাহলে সেটা তাঁর আত্মহত্যার সমান। কিন্তু বেজি অন্যরকম ক্ষমতার অধিকারী। এর লক্ষ লক্ষ বছর সাপের সাথে থেকে তাঁদের বিষকে আপন করে নিয়েছে।”