মুকুল রায়কে শুভেচ্ছা জানিয়ে আবারও পুরনো ঠিকানায় ফিরেত চান মনিরুলরা

   

বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায় (Mukul Roy) ঘরে ফিরতেই, এবার একে একে তৃণমূলে (tmc) ফেরার জন্য তৈরি হচ্ছেন বিজেপির (bjp) একাধিক নেতৃত্বরা। মুকুল রায়ের হাত ধরে সরাসরি দিল্লী অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া মনিরুল ইসলাম (Monirul Islam) এবং তাঁর ছেলে আসিফ ইকবাল, গদাধর হাজরাও (Gadadhar Hazra) এবার ফিরতে চাইছেন পুরনো আশ্রয়ে।

নির্বাচনের পর থেকেই কিছুটা ছাড়া ছাড়া ভাব দেখা গিয়েছিল বিজেপির সঙ্গে মুকুল রায়ের। শপথ বাক্য পাঠ করলেও, বিজেপির বৈঠকে যোগ দেননি তিনি। তারপর আবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই জলঘোলা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূলের উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে সবুজ শিবিরে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

hcvbjvbjvbv

মুকুল রায় তৃণমূলে ফিরতেই, এবার তাঁর অনুগামীরা লাইন দিয়েছেন ঘরে ফেরার আশায়। সেই তালিকায় রয়েছেন মনিরুল ইসলাম, তাঁর ছেলে আসিফ ইকবাল, গদাধর হাজরা এবং বিদ্যুৎ চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বকে না জানিয়ে গেরুয়া শিবিরে যোগদানের পর থেকে দলে কিছুটা কোণঠাসা ছিলেন মনিরুল এবং গদাধররা।

এদের মধ্যে অসিফ ইকবালকে অবশ্য রাজ্য বিজেপির যুব মোর্চার স্থায়ী সদস্য করা হয়েছিল। পরবর্তীতে একুশের নির্বাচনের পূর্বে নানুর বিধানসভায় গদাধর হাজরা এবং লাভপুর বিধানসভায় মনিরুল ইসলাম তাঁর ছেলে আসিফ ইকবালের জন্য বিজেপির টিকিট চেয়ে আবেদন করলেও, তা মেনে নেয়নি দল। এরপর মনিরুল ইসলাম নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন।

Monirul Islam

শুক্রবার মুকুল রায় তৃণমূলে ফিরতেই, আসিফ ইকবাল জানান, ‘অনেক শুভেচ্ছা মুকুল রায়কে। আমরা আবারও তৃণমূলে ফিরতে চাই। পাশাপাশি সংখ্যালঘুদের কি অবস্থা বিজেপিতে, তাও পরিষ্কার করা দরকার’। অন্যদিকে অনুব্রত মণ্ডলের হাত ধরেই আবারও তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন গদাধর হাজরা। সবমিলিয়ে আবারও বেশকিছুটা সরগরম হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর