বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে আইএএস (IAS) অত্যন্ত সম্মানীয় একটি চাকরি। বহু মেধাবী ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে আইএএস (Indian Administrative Service) হওয়ার। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী চেষ্টা করেন কঠিন পরীক্ষার মাধ্যমে এই চাকরি পেতে। তবে এমন লোভনীয় চাকরি হেলায় ছেড়ে দিলেন সুনীল পট্টনায়েক। আইএএস-এর মতো লোভনীয় চাকরি ছেড়ে সুনীল এখন সাধু।
সুনীল আইএএস অফিসার হিসেবে ২৩ বছর কাজ করেছেন। তবে এতগুলো দিন পার করে এসে সুনীল বেছে নিলেন সন্ন্যাস জীবন। অর্থ, লোভ, ক্ষমতা ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। স্বামী শিবননন্দর ভক্ত সুনীল হঠাৎ করে কিন্তু এই সিদ্ধান্ত নেননি। স্বামী শিবননন্দর শিক্ষা সুনীলকে নতুন পথ দেখিয়েছিল। অন্য সাধারণ ভক্তদের মতো সুনীল ১৯৯০ সালে প্রথমবার যান ঋষিকেশে স্বামী শিবননন্দর আশ্রমে।
আরোও পড়ুন: মেকআপ রুমেও শটের ফাঁকে করতেন পড়াশোনা! দেখুন, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদের’ স্ত্রী সুস্মিলি
সেখানেই ঘুরে যায় সুনীলের জীবনের মোড়।প্রাক্তন এই আইএএস অফিসারের বর্তমান নাম স্বামী নিলৃপ্তানন্দ। ২৩ বছরের যাবতীয় ক্ষমতা, প্রতিপত্তিকে এক লহমায় বিসর্জন দিয়ে এখন তিনি নিজেকে সমর্পণ করেছেন সন্ন্যাস জীবনে। সুনীল যখন মুসৌরিতে ন্যাশনাল অ্যাকাদেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে আইএসএস-এর ট্রেনিং নিচ্ছিলেন তখন তিনি দুই বন্ধুর সাথে যান ঋষিকেশে শিবানন্দর আশ্রমে।
সেখানে গিয়ে তার জীবনের ভাবধারার পরিবর্তন আসে। চাকরির শুরুতে সুনীলের পোস্টিং হয়েছিল দণ্ডকারণ্য প্রজেক্টে। সেখানে গিয়ে তিনি মহার্ঘ্য খাট-বিছানায় নয়, মাটিতে একটা পাটি বিছিয়ে, চাদর পেতে শুতেন। আর পাঁচ জনের মতো লোভ ছিল না গাড়ি-বাড়িতে। তাই আজও সেখানকার মানুষ মনে রেখে দিয়েছেন সুনীলকে।