বাঁদরের বাঁদরামি ঠেকাতে আবেদন সোনু সুদের কাছে! অভিনেতা বললেন ব্যাস এটাই করা বাকি ছিল

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের কুশিনগর জেলার রামকোলা এলাকার পরবরপার গ্রামে বিগত কয়েকমাস ধরে উৎপাত করা বাঁদরকে বুধবার বন দফতরের বিভাগ ধরে নিয়ে যায়। বাঁদরের আতঙ্ক থেকে নিস্তার পেতে গ্রামের এক যুবক বলিউড অভিনেতা সনু সুদকে ট্যুইট করে সাহায্য চেয়েছিল।

https://twitter.com/SonuSood/status/1358797485695635456

এরপর বন বিভাগের দল বাঁদরকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। পরবরপারের বাসিন্দা বসু গুপ্তা অভিনেতা সোনু সুদকে ট্যুইট করে বাঁদরের আতঙ্ক থেকে এলাকাবাসীকে উদ্ধার করার জন্য সাহায্য চেয়েছিল।

সোনু সুদ রিট্যুইট করে লিখেছিলেন, ‘শুধু বাঁদর ধরার কাজই বাকি ছিল, ঠিকানা পাঠাও এবার সেটাও করে দেখি।” সোনু সুদের কাছে বাঁদর ধরার আবেদন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হচ্ছে।

বন বিভাগের আধিকারিকদের কাছে এই ঘটনার খবর যাওয়ার পর বন দফতরের দল কুশিনগর জেলার পরবর গ্রামে গিয়ে বাঁদরটিকে ধরে ফেলে।

বন বিভাগের সেই টিমে এখতিয়ার কর্মকর্তা অখিলেশ দুবে, বন দারোগা সত্যেন্দ্র যাদব, বন রক্ষক বিবেক চৌহান, টিঙ্কু যাদব, সন্তোষ যাদবরা ছিলেন। অখিলেশ দুবে বলেন, বাঁদরটিকে ধরে গোরখপুর কুসুমহি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর