হঠাৎ রাম মন্দিরের গর্ভগৃহে হাজির হনুমান, ‘স্বয়ং বজরংবলি এসেছেন’, দেখে বললেন ভক্তরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এবার একটি বাঁদর ঢুকে পড়ল অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। তবে এখানেই শেষ নয়, গর্ভগৃহে ঢোকার পর এই বাঁদরটি চলে যায় রামলালার মূর্তির সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে অযোধ্যা মন্দিরে মঙ্গলবার সন্ধ্যায় রীতিমতো হইচই পড়ে যায়। ভক্তদের কথায় স্বয়ং হনুমানজি, রামের সাথে দেখা করতে এসেছেন।

অন্যদিকে বাঁদরের গর্ভগৃহে প্রবেশের পর নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠেন। হঠাৎ করে মন্দিরে বাঁদরের আগমনের পর ভক্তরা সেই দিকে ছুটে যায়। অনেকেই ভয় পাচ্ছিলেন বাঁদর যেন রামলালার মূর্তির কোনও ক্ষতি না করে দেয়। যদিও মন্দির কর্তৃপক্ষ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এটিকে সুন্দর ঘটনা বলে আখ্যায়িত করেছে।

আরোও পড়ুন: সাথেই রাখুন ছাতা! একটু পরই ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, আবহাওয়ার খবর

এক্স প্ল্যাটফর্মে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনা বলা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে লেখা হয়েছে, “মন্দিরের দক্ষিণ দিকের দরজা দিয়ে বাঁদরটি গর্ভগৃহে প্রবেশ করে। গর্ভগৃহে ঢুকেই বাঁদরটি  রামলালার ‘উৎসব’ মূর্তির একেবারে কাছাকাছি চলে যায়। বাঁদরটি রামলালার মূর্তিটি মাটিতে ফেলে দিতে পারে এই আশঙ্কায় তাড়াতাড়ি বাঁদরটির দিকে ছুটে যান নিরাপত্তারক্ষীরা।”

আরোও পড়ুন: বন্দে ভারতের পর শতাব্দী, হাওড়া NJP-গামী ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হল পাথর! প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

আরোও জানা যায়, “তখন বাঁদরটি শান্তভাবে উত্তর দিকের গেটের কাছে যায়। কিন্তু সেই দরজাটি বন্ধ থাকায়, বাঁদরটি তখন গর্ভগৃহের ভিতর পূর্ব দিকে যায়। তারপর ভিড়ের মধ্যে দিয়েই পূর্ব দিকের দরজায় পৌঁছে যায়। কারও কোনও ক্ষতি না করেই, সেটি বাইরে বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীরা বলছেন, আমাদের জন্য এটা যেন ঠিক হনুমানজি নিজে এসেছেন রামলালা দর্শনে।”

২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। প্রথম দিনে প্রায় পাঁচ লক্ষ ভক্তের সমাগম ঘটে মন্দিরে। সকাল ৭টা থেকে ১১টা ৩০ ও দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরে প্রবেশের অধিকার পাবেন ভক্তরা। এমনকি ‘আরতি’র পাস পাওয়া যাবে অনলাইন মাধ্যমেও।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X