বাংলাহান্ট ডেস্ক : নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি জুড়ে যাবে বিশ্ব বাংলা গেট ক্রসিং এর সাথে। সৌজন্যে মনোরেল। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (Hidco) এই ধরনের চিন্তাভাবনাই এবার শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে একটি বেসরকারি সংস্থার সাথে কথা বলেছে হিডকো। বেসরকারি সংস্থাটি এর আগে একটি প্রেজেন্টেশনও দিয়েছিল।
এখন বিশেষজ্ঞরা বিস্তারিত পর্যালোচনা করবেন এই বিষয়টি নিয়ে। নিউ টাউন ও তার সংলগ্ন এলাকায় যাতায়াতের সুবিধার জন্য হিডকো কর্তৃপক্ষ এর আগে মনোরেল বা রোপওয়ে জাতীয় যানবাহনের চিন্তাভাবনা শুরু করে। আপাতত মনোরেল শুধুমাত্র অ্যাকশন এরিয়া ওয়ান আর অ্যাকশন এরিয়ার টু দিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
মনোরেল জুড়ে দেওয়া হবে অ্যাকশন এরিয়া থ্রি এর সাথে। এর ফলে উপকৃত হবেন অ্যাকশন এরিয়া থ্রি এর কর্মচারীরা। HIDCO এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাব সম্প্রতি নিয়ে এসেছিল একটি সংস্থা। তারা জানিয়েছে এই প্রকল্পের জন্য তারা কোনও সরকারি ফান্ডিং নেবে না। সংস্থা দাবি করেছে, অন্যান্য প্রকল্প থেকে তারা তহবিল সংগ্রহ করবে।
সেই টাকা দিয়ে ডেভলপ করা হবে মনোরেল। এই সংস্থাটির সাথে এবার যোগাযোগ করা হয় HIDCO এর পক্ষ থেকে। এই বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উল্লেখ করতে বলা হয়েছে প্রস্তাবিত রুট, দৈর্ঘ্য ও স্টপেজের। প্রাথমিকভাবে মনোরেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাকশন এরিয়া থ্রি থেকে নারকেলডাঙ্গা মোড় পর্যন্ত।
মনে করা হচ্ছে এই সংক্রান্ত বিষয় রিপোর্ট চলতি বছরই জমা পড়ে যেতে পারে। রিপোর্ট জমা পড়ার পরই শুরু হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। ইতিমধ্যেই এই স্মার্ট সিটির মনোরেলের প্রস্তাবিত ইলাস্ট্রেশন প্রকাশ করেছে হিডকো। আগামীদিনে নিউটাউনের এই মনোরেল কেমন দেখতে হবে, তারই একটি আভাস দেওয়া হয়েছে।