সময়ের পূর্বেই দরজায় কড়া নাড়ল বর্ষা! কোন কোন প্রান্তে বৃষ্টি, কেমনই বা থাকবে বঙ্গের আবহাওয়া?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড গরমের কারণে হাঁসফাঁস অবস্থা মানুষের আর এই পরিস্থিতিতে তাদের স্বস্তি দিয়ে এদিন এক নির্দেশিকা জারি করল মৌসম ভবন। সাধারণত, জুন মাসের প্রথমে বর্ষার আগমন হলেও এবারে তার ঠিক দুই দিন পূর্বেই এসে পৌঁছলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এদিন মৌসম ভবন জানায়, “এবছর নির্ধারিত সময়ের দুই দিন পূর্বেই তথা আজ কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ফলে এবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হবে বর্ষার বৃষ্টি।”

উল্লেখ্য, বিগত বেশ কিছু বছরের রেকর্ড ভেঙে এবার বর্ষার এত দ্রুত আগমন ঘটলো দেশে। বিগত বেশ কয়েক বছর যথা 2014, 2015, 2016 এবং 2019 সালে জুন মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহে গিয়ে বর্ষার দেখা মিলেছিলো। তবে মৌসম ভবনের মতে, এ বছর 29 শে মে ভারতের স্থলভাগে প্রবেশ করলো বর্ষা।

বাংলায় বর্ষার আগমন
এখন প্রশ্ন উঠতে আরম্ভ করেছে তবে কি বাংলাতেও সময়ের আগেই এসে পৌঁছবে বৃষ্টি? সাধারণত, সর্বপ্রথম উত্তরবঙ্গে কড়া নাড়ে মৌসুমী বায়ু এবং এরপর তা ক্রমশ অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গে এসে হাজির হয়। ফলে বঙ্গে বর্ষা আসতে আসতে জুন মাসের 8 থেকে 10 তারিখ হয়ে যায়। তবে এবারে কেরলে সময়ের আগে এসে পৌঁছনোর কারণে বাংলাতেও বর্ষার দেখা দ্রুত মিলবে কিনা, সে বিষয়ে অবশ্য স্পষ্ট জানায়নি মৌসম ভবন। অবশ্য বিশেষজ্ঞদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলায় ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।

দেশের কোন কোন প্রান্তে বৃষ্টি
মৌসম ভবনের মতে, আগামী কয়েকদিনের মধ্যে কেরল, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু ও পুদুচেরির মতো রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের মতে, আগামী দুই থেকে তিন দিন সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং উত্তর পাঞ্জাবের একাধিক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ।

আগামী কিছুদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া হাওয়া অফিসের মতে, আগামী 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 ও 31 শে মে উত্তরবঙ্গের একাধিক স্থানে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে তারা।

X