উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা, অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড়ে! দক্ষিণ বঙ্গে স্বস্তি কবে? আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : আজ সকাল থেকেই মেঘলা আকাশ। বাতাসে বৃদ্ধি পেয়েছে জলীয়বাষ্প পরিমাণও। ফলে বাড়ছে গুমোট গরমও। ভারী বৃষ্টি ছাড়া এই অবস্থা মুক্তি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির। গতকাল বিকেলের পর বৃষ্টির সম্ভবনা থাকলে ছিঁটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে শহরবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবন রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? জেনে নিন…

আবহাওয়ার খবর এক নজরে

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১০.৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯২%

আজকের আবহাওয়া

সকাল থেকেই গোমড়া মুখে কলকাতার আকাশ। দেখা পাওয়া যাবে রোদের। গত কয়েকদিনের মতো আজও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে প্রায় সারাদিনই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক। ভারতের মূল ভূখণ্ডের দিকে আসতে থাকা দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও তার পরিমাণ খুবিই সামান্য। হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ থাকতে পারেই বলে জানা যাচ্ছে। গতকাল বৃষ্টিপাত হয়েছে ছিঁটেফোঁটা। বৃষ্টিপাতের পরিমাণ ছিল০০১.৬ মিলিমিটার। আজও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কলকাতায় সম্ভাবনা রয়েছে ছিটেফোঁটা বৃষ্টিপাতের।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই দাপট দেখাতে শুরু করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে দফায় দফায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাজনিত গুমোট গরম। প্রকট রোদের তেজ না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেশি। দক্ষিণ বঙ্গের মানুষ চাতক পাখির মতো বসে আছে কয়েক পশলা ভারি বৃষ্টির আশায়। তবে খুব বেশি আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ সারাদিন থাকবে মেঘলা আকাশ।রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই সামান্য বৃষ্টি গুমোট অবস্থা কাটাতে পারবে না বলেই জানা যাচ্ছে।

আগামী কালের আবহাওয়া

আগামীকালও দক্ষিণ বঙ্গে আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না। জলীয়বাষ্পের কারনে ভ্যাপসা গরম বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। সামনের সপ্তাহে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলি ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Sudipto

সম্পর্কিত খবর