শেষ অপেক্ষার প্রহর! শুরু হতে চলেছে বর্ষার ঝোড়ো ব্যাটিং! পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল IMD

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক দিন প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা (Kolkata) সহ গোটা পশ্চিমবঙ্গ (West Bengal)। একধাক্কায় তাপমাত্রা নেমেছিল বেশ কয়েক ডিগ্রি। কিন্তু আজ থেকেই বদলে গেল আবহাওয়া (Weather Report)। বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতিরিক্ত আদ্রতার কারণে হাঁসফাঁস করছে বাংলার মানুষ। এরই মধ্যে আগামী কয়েক দিনের আবহাওয়ার আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

তীব্র গরমের মাঝেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করবে বর্ষা, এই আশ্বাস দিচ্ছে না মৌসম ভবন। আবহাওয়া দফতর জানাচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ না আসা পর্যন্ত এই রকমই খামখেয়ালি চরিত্র থাকবে বর্ষার। মাঝে মধ্যে বৃষ্টি নামলেও তাপপ্রবাহ কমার কোনও আশা আপাতত নেই বলেই মনে করছে হাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কেন্দ্রীয় ও পশ্চিমভারতে ৬ জুলাই পর্যন্ত ‘চরম’ ও ‘বেশি’ শুষ্ক আবহাওয়া দেখা যাবে। বলা হচ্ছে, খুব বেশি পরিমাণ শুষ্কতা বলতে, বৃষ্টিপাত ৬০ শতাংশ বা স্বাভাবিকের থেকে কম হবে। ফলে বর্ষণের কমতি ২০ থেকে ৫৯ শতাংশ হতে পারে। এখানেই শেষ নয়। আরও হতাশার খবর শুনিয়েছে মৌসম ভবন। জুনের ৩০ থেকে ৬ জুলাইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১ জুনের থেকে এখনও পর্যন্ত দেশে বর্ষণের কমতি ৫৪ শতাংশ রয়েছে।

weather

জুনে খারাপ বর্ষণের পিছনে সাইক্লোন ‘বিপর্যয়’-কেই দায়ি করা হচ্ছে। সাইক্লোন বিপর্যয় রাজস্থান ও গুজরাটে বর্ষণ আনলেও, তা ভারতের কেন্দ্রীয় অংশে বর্ষার আগমনকে আশাতীত করবে না, আগামী ২ সপ্তাহের জন্য। কোনও মতেই, জুনে বর্ষার যে কমতি দেখা যেতে চলেছে, তা সহজে পূরণ হবে না পারবে।

আজ মঙ্গলবার আবহাওয়া দফতর জানায় গতকাল সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে কলকাতার আলিপুরে কালবৈশাখী হয়। প্রতি ঘণ্টায় ৫৮ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় স্থায়ী হয় ৩ মিনিট। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার নির্ধারিত সময় ১১ই জুন হলেও কবে তা আসবে, এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর। বরং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহ চলবে।

বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই পিছু ছাড়বে না অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলার কথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়ার পূর্বাভাসই দিলেন আবহবিদরা।

Sudipto

সম্পর্কিত খবর