ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা! দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষা কবে ঢুকবে? কমবেশি প্রত্যেক দক্ষিণবঙ্গবাসীর (South Bengal) মনেই এখন ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছেন প্রায় প্রত্যেকে। একদিকে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, অন্যদিকে গুমোট গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গে। এর মাঝেই দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) কবে ঢুকবে তা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

শোনা গিয়েছিল, এবার রাজ্যে আগে বর্ষা ঢুকতে চলেছে। যে কারণে অনেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। বৃষ্টি (Rain) হলে গরম থেকে মুক্তি মিলবে, এটাই ভেবেছিলেন প্রত্যেকে। কিন্তু জুন মাসের এক সপ্তাহ কেটে গেলেও বর্ষার নাম-গন্ধ পাওয়া যাচ্ছে না! আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও ২-৩ দিন দেরি হতে পারে।

এপ্রিল মাসের মতো দাবদাহ পরিস্থিতি না হল দক্ষিণবঙ্গে বর্তমানে গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহান্তে গরম আরও বাড়তে পারে। শুক্রবার সন্ধ্যায় অবশ্য দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ভোট মিটতেই শাহরুখকে বিরাট সুবিধা দিল BJP! কী এমন পেলেন ‘বাদশা’? জানলে অবাক হবেন

আজ ভিজতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪পরগণা, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে। তবে তাতেও কিন্তু খুব বেশিক্ষণ স্বস্তি  পাওয়া যাবে না বলে খবর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকজন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আবার তীব্র গরমের সংকেত রয়েছে।

Rain forecast in South Bengal North Bengal Kolkata West Bengal weather update 6th June

একদিকে দক্ষিণবঙ্গে যখন গুমোট গরমের সঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে তখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের পাঁচ জেলা, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আপাতত একটু বৃষ্টির দিকে চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। কবে বর্ষা প্রবেশ করে, সেদিকেও নজর থাকবে অনেকের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর