৩ হাজার টাকা বেতনে শিক্ষকের চাকরি! মুর্শিদাবাদের স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধুন্ধুমার অবস্থা রাজ্যে। চাকরির দাবিতে পথে নেমেছেন বিক্ষোভরত শিক্ষকেরা, অন্যদিকে আদালতের নির্দেশে দুর্নীতিগ্রস্থ বা অন্যায় ভাবে প্রাপ্ত চাকরি খুইয়ে পথে বসছেন বহু স্কুল শিক্ষিক। এরই মধ্যে প্রকাশ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরেক অবাক করা কাণ্ড। ৩ হাজার টাকা বেতনে শিক্ষকের চাকরির এক জরুরি বিজ্ঞপ্তি (Notice) জারি করা হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) এক স্কুল তরফে। আর তা নিয়েই বিস্তর চর্চা সর্ব মহলে।

মাত্র ৩ হাজার টাকা বেতনে শিক্ষকের চাকরি! না ভূল নয়, এক্কেবারেই ঠিক শুনেছেন। অবাক এই ঘটনাটি ঘটেছে বঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা (Bhagwangola) এলাকায়। সেখানের স্থানীয় ওড়াহর হাই স্কুলের (Orahar High School) প্রকাশিত এক বিজ্ঞপ্তি ঘিরে ধুন্ধুমার সোশ্যাল মিডিয়া। স্কুল তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বড় বড় অক্ষরে লেখা স্কুলের ইতিহাস বিষয়ে যোগ্য শিক্ষক নিয়োগ হবে। মাসিক সাম্মানিক হিসাবে তাঁরা পাবেন ৩০০০ টাকা। পাশাপাশি চাকরিপ্রার্থীকে এমএ (MA) অথবা B. Ed উত্তীর্ণ হতে হবে বলেও উল্লেখ রয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

সোশ্যাল মিডিয়ায় স্কুলে বিজ্ঞপ্তির একটি ছবি পোস্ট করে নিজের বক্তব্য রেখেছেন এক যুবক। আর সেই বিজ্ঞপ্তি সামনে আসতেই বিতর্কের ঝড় বইছে নেটমাধ্যমে। সঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। বিক্ষপ্তিতে রয়েছে স্কুলের সিলমোহর। পাশাপাশি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে সপ্তাহে ৫ দিন শিক্ষা প্রদান করতে হবে পড়ুয়াদের। এত কম বেতনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা কী আদৌও যুক্তিযুক্ত? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় যুবকের সেই পোস্টে বয়ে গেছে কমেন্ট এর বন্যা। রাজ্যের শিক্ষক সমাজের কী পরিণতি হতে চলেছে আসন্ন সময়ে? সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কিছুজন আবার এই শিক্ষকের পদ কে ‘সিভিক শিক্ষক’ বলেও বিদ্রুপ করতে বিন্দুমাত্র সময় ব্যয় করেনি। অনেকে আবার লিখেছেন ‘এর থেকে মানুষের বাড়িতে কাজ করা ঢের ভালো ‘।

notice

এদিকে চরম দুরাবস্থার মধ্যে এ রাজ্যের শিক্ষাব্যবস্থা। নেতিয়ে পড়েছে শিক্ষিত সমাজ। আদালতে চলছে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা। পাশাপাশি বহু জায়গায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে পথে নেমেছে নানা ছাত্র সংগঠনও। কিন্তু, তারপরেও বদলায়নি চিত্র। এই আবহেই এই বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে শোরগোল শুরু হল নানা মহলে। সত্যিই কী এতটাই নিম্নে স্থান এ রাজ্যের শিক্ষকদের? প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছে সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর