সোনায় সোহাগা নিত্যযাত্রীদের! মান্থলি টিকিট নিয়ে এবার সুখবর দিল রেল, কী বদল আসছে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরু থেকেই একের পর এক সুখবর এসে চলেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য। পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের রেল যাত্রীদের জন্য এল বড় খবর। লোকাল ট্রেন বিষয়ক একটি নতুন নিয়ম নিয়ে এসেছে রেলওয়ে। রেলের এই সিদ্ধান্তে ঝামেলা মিটবে রোজ রোজ ট্রেনের টিকিট কাটা থেকে।

মান্থলি টিকিট (Monthly Ticket) কাটার ক্ষেত্রে আসছে বদল

যারা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তারা মান্থলি টিকিট (Monthly Ticket) সম্পর্কে অবগত। নিত্য যাত্রীদের অনেকেই একবার মোটা টাকা দিয়ে সারা মাসের জন্য মান্থলি টিকিট করিয়ে রাখেন। মান্থলি টিকিট থাকলে প্রতিদিন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থাকে না। রেলের বুকিং কাউন্টার থেকে যাত্রীরা মান্থলি টিকিট কাটতে পারেন।

get the confirmed ticket even 10 minutes before the departure of the train

এবারে রেলের তরফ থেকে মান্থলি টিকিট (Monthly Ticket) নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ও শিয়ালদা ডিভিশনে এবার থেকে থাকতে চলেছে একটি বিশেষ ব্যবস্থা। যাত্রীরা হাওড়া (Howrah) ও শিয়ালদায় (Sealdah) কিউআর কোড ও ইউপিআই মাধ্যম ব্যবহার করে মান্থলি টিকিট কাটতে পারবেন। 

আরোও পড়ুন : ‘নিতেই হবে!’ অযোগ্যদের তালিকায় পার্থর ‘হাতের লেখা’ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে

হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন এই প্রসঙ্গে জানিয়েছেন, এতদিন এই পদ্ধতি ব্যবহার করে রেগুলার টিকিট কাটা গেলেও মান্থলি কাটা যেত না। তবে এবার নতুন পরিষেবা চালু করছি আমরা। ধীরে ধীরে অন্যান্য স্টেশনেও কিউআর কোড ও ইউপিআই ব্যবহার করে মান্থলি টিকিট কাটার ব্যবস্থা করা হবে। প্রথমে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও পরবর্তীকালে ধাপে ধাপে এই পরিষেবা চালু হবে বর্ধমান , তারকেশ্বর, শেওড়াফুলি স্টেশনে।

Monthly Ticket

শুধু হাওড়া নয়, শিয়ালদার সিনিয়র ডিসিএম পবনকুমার সুখবর শুনিয়েছেন শিয়ালদা ডিভিশন নিয়েও। তিনি জানান, নতুন বছরে একাধিক স্টেশনে এই পরিষেবা শুরু করা হচ্ছে। নতুন এই পরিষেবার ফলে অনেকটাই কমবে যাত্রী হয়রানি। সহজেই নিজের স্মার্টফোনের মাধ্যমে যাত্রীরা মান্থলি টিকিট কেটে নিতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর