‘সেনা আর শিখদের অপমান”, আমির খানের লাল সিং চাড্ডা দেখে রেগে লাল ব্রিটিশ ক্রিকেটার

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই, স্বাধীনতা দিবসের দিন রিলিজ হয়েছে সুপারস্টার আমির খানের বহু চর্চিত লাল সিং চাড্ডা নামক সিনেমাটি। সিনেমার প্রযোজক এবং পরিচালক আশা করেছিলেন যে সিনেমাটি বক্স অফিস সমালোচকদের মধ্যেও খুব সাফল্যের বান আনবে। কিন্তু বাস্তবে তেমনটা একেবারেই হয়নি। ট্রেলার রিলিজ এরপর থেকেই সিনেমাটি সম্পর্কে নানান রকম নেতিবাচক মতামত আসতে শুরু করেছিল। সিনেমার রিলিজ এরপর সেই নেতিবাচক প্রতিক্রিয়ার পরিমাণ আরও বেড়েছে।

লাল সিং চাড্ডা নিয়ে যে শুধু সিনে সমালোচকরাই নানান রকম নেতিবাচক মন্তব্য করছেন এমনটি নয়। এই সিনেমাটির বিরুদ্ধে এবার সরব হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসারও। ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ স্পিনার এই ছবি নিয়ে টুইট করতে গিয়ে বলেছেন যে পরিচালকরা বা সিনেমাটির সঙ্গে যারা যুক্ত আছেন তাঁরা যথেষ্ট রিসার্চ না করেই একটি মার্কিন ছবির (ফরেস্ট গাম্প) ঘটনা যা কেবল মার্কিন মুলুকেই ঘটা সম্ভব, সেই বিষয়বস্তু নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রেক্ষাপটে জোর করে ঢুকিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন।

মন্টি পানেসার টুইটারে যে বক্তব্য রেখেছেন তা হল, “ফরেস্ট গাম্প কথাটা একমাত্র মার্কিন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ যখন তারা ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল তখন প্রচুর পরিমাণে কম বুদ্ধি সম্পন্ন লোকজনকে এই সেনাবাহিনীতে নেওয়া হয়েছিল। কিন্তু আমির খানের এই সিনেমার মধ্য দিয়ে ভারতীয় জওয়ানদের এবং শিখ সম্প্রদায় কে অপমান করা হয়েছে আমি দলে দলে সকলকে এই চলচ্চিত্রটি বয়কট করার আহবান জানাচ্ছি।”

মন্টি পানেসারের মতই অনেক ভারতীয় এই সিনেমাটি কে একেবারেই ইতিবাচক নজর দিয়ে দেখতে রাজি নন। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া সিনেমাটির প্রশংসা করলে লোকে থাকলেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন। যদিও এই নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি আমির খান। মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছেন, “যারা আমার অভিনীত ছবিটি দেখতে চান না তাদের সিদ্ধান্তকে আমি সম্মান করি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর