বাংলাহান্ট ডেস্ক : নবনির্মিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার। দীর্ঘ আইনি জটিলতা ও মোকদ্দমার পর অবশেষে ভক্তদের আশা পূর্ণ হতে চলেছে। দীর্ঘ লড়াইয়ের পর দ্বারোঘাটন হতে চলেছে রাম মন্দিরের। এই মন্দির নির্মিত হয়েছে ভক্তদের থেকে পাওয়া অনুদান দিয়ে।
তবে জানেন কে রাম মন্দির নির্মাণের জন্য সব থেকে বেশি অনুদান দিয়েছেন? এক আধ্যাত্মিক গুরুর নাম উঠে আসছে সর্ববৃহৎ দানকারী হিসেবে। এখনো পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সংগ্রহ করা গেছে সরযূ পাড়ের রাম মন্দির নির্মাণের জন্য। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে এমনটাই জানা গেছে। রাম মন্দির নির্মাণের জন্য যারা অর্থ প্রদান করেছেন তাদের মধ্যে রয়েছেন মোরারি বাপু।
আরোও পড়ুন : ‘রামমন্দির নিয়ে ধ্যাষ্টামি’ বলা নচিকেতাই এবার গান ধরবেন মন্দির উদ্বোধনের মুহূর্তে! ব্যাপারটা কী?
জানা গেছে রাম মন্দির নির্মাণের জন্য সবথেকে বেশি টাকা অনুদান দিয়েছেন মোরারি বাপু। ট্রাস্টের ওয়েবসাইট সূত্রে খবর, মোরারি বাপু নামের এই আধ্যাত্মিক গুরু ১১.৩ কোটি টাকা ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছেন রাম মন্দিরের জন্য। এছাড়াও প্রায় ৮ কোটি টাকা এই গুরুর ভক্তরা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার মতো দেশ থেকে।
আরোও পড়ুন : অযোধ্যার সাথে মিশে গেল বাংলাও! কলকাতায় হু হু করে বিকোচ্ছে বিপুল চাহিদার রাম মন্দির শাড়ি
এই ভক্তরা বিদেশ থেকে রাম মন্দির নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে অর্থ পাঠিয়েছেন। জানা গেছে ১৯৪৬ সালে গুজরাটের ভাবনগরে জন্ম হয় মোরারি বাপুর। তুলসীদাস রচিত ‘রামচরিতমানস’-র হাজারের বেশি শ্লোক তিনি মাত্র ১২ বছর বয়সে মুখস্থ করে ফেলেছিলেন। বিভিন্ন জায়গায় রাম কথা আবৃত্তি করতে শুরু করেন মাত্র ১৪ বছর বয়সে।
ধীরে ধীরে তিনি আধ্যাত্মিক গুরু হিসাবে পরিচিতি লাভ করেন। বৈষ্ণব বাবা সাধু নিম্বার্ক বংশের সন্তান রামভক্ত মোরারি বাপু। রামচরিতমানস ও রামায়ণের শ্লোকের সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি সুপরিচিত। একবার তাঁর মুখে রাম কথা শুনতে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সব মিলিয়ে বলা যায়, খবরের শিরোনামে তিনি।