বাংলা হান্ট ডেস্ক: রবিবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। গুজরাটের (Gujrat) মোরবিতে মাছু নদীর ওপর হঠাৎই ভেঙে পড়ে একটি কেবল ব্রিজ (Gujarat Bridge Accident)! এমতাবস্থায়, এই শিউরে ওঠার মত ঘটনায় ১৪১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, নিখোঁজের সংখ্যা দুই শতাধিক। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মেরামতির জন্য দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল ব্রিজটি। দিন পাঁচেক আগে কাজ শেষ হয় সেটির। এদিকে, গুজরাতি নববর্ষ উপলক্ষ্যে খুলেও দেওয়া ব্রিজটিকে। আর তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
তবে, জেনে অবাক হবেন যে, এর আগেও মোরবিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ১৯৭৯ সালের ১১ আগস্ট অর্থাৎ আজ থেকে ৪৩ বছর আগে ওই দুর্ঘটনাটি ঘটে। সেই সময়ে মাছু ড্যামটি ভয়াবহভাবে ভেঙে যায়। পাশাপাশি, কিছুক্ষণের মধ্যেই পুরো শহর জলমগ্ন হয়ে পড়ে। এমতাবস্থায়, ওই ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। সর্বোপরি, গোটা শহর এক ধ্বংসস্তূপে পরিণত হয়।
এই ঘটনার প্রসঙ্গে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে, ১৯৭৯ সালের ১১ আগস্ট, টানা তিন দিনের বৃষ্টিতে মাছু নদীর বাঁধ ভেঙে গিয়েছিল এবং সর্বত্র ব্যাপক ধ্বংসলীলা চলেছিল। পাশাপাশি, ২০১৭ সালের নির্বাচনের সময়ও তিনি ওই ঘটনার অবতারণা করেন। মোদী বলেছিলেন, ইন্দিরা গান্ধী যখন পরিদর্শনে এসেছিলেন, তখন তিনি নাকে চাপা দিয়ে এলাকায় আসেন। সেই সময়ে আরএসএস কর্মীরা কাদায় ঢুকেও মানুষকে সাহায্য করছিলেন।
এদিকে, গত রবিবার ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনাও ৪৩ বছর আগের সেই ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। জানা গিয়েছে, বাঁধ ভেঙে যাওয়ার ফলে গোটা শহর জলমগ্ন হওয়ার পর জল বেরিয়ে গেলে ওই শহরে এক ভয়াবহ দৃশ্য পরিলক্ষিত হয়েছিল। এমনকি, বাড়ির খুঁটিতে গৃহস্থালির জিনিসপত্র ঝুলতে থাকার পাশাপাশি মানুষ ও পশুপাখির মৃতদেহগুলিকেও ঝুলতে দেখা যায়। সব জায়গায় শুধুই মৃতদেহ ছিল।
এমতাবস্থায়, যে দলগুলি ত্রাণ কাজের সাথে যুক্ত হয়ে পরিস্থিতির উন্নতির চেষ্টা করছিল, সেগুলির সদস্যরাও পরবর্তীতে বিভিন্ন রোগের শিকার হন। বেশ কয়েকদিন ধরেই তাঁদের শরীরে ব্যথার মতো সমস্যা ছিল বলে জানা যায়। সর্বোপরি, মৃতদেহের দুর্গন্ধেও অস্বস্তিতে পড়েন সকলে। এমনকি, যখন মৃতদেহগুলিকে দাহ করা হয়, তখন গোটা মোরবি কার্যত শ্মশানের রূপ নিয়েছিল।
এই প্রসঙ্গে একটি রিপোর্টে বলা হয়েছে যে, ওই দুর্ঘটনায় মোট ১,৪৩৯ জন মানুষ এবং ১২,৮৪৯ টি পশু মারা যায়। যদিও, উইকিপিডিয়া দাবি করেছে যে, ওই ভয়াবহ দুর্ঘটনায় ১,৮০০ থেকে ২৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়। এমতাবস্থায়, ওই ঘটনার পুরোনো ছবিগুলো দেখলেই বোঝা যায় যে, জলের তীব্র স্রোত কিভাবে মাত্র ১৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যায় শহরটিকে।