প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, রয়েছে সবকিছুই! আরও ৫১ টি ওষুধ “ফেল” করল পরীক্ষায়

বাংলাহান্ট ডেস্ক : ফের নিম্নমানের ওষুধ (Medicines) নিয়ে সতর্কতা জারি করলে দেশের সেন্ট্রাল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এর আগে ৪৪ টি ওষুধকে নিম্নমানের বলে দাবি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সংস্থার তরফে। এবার তালিকায় যুক্ত হল আরো ৫১ টি ওষুধ (Medicines)। এই ওষুধ গুলিও নিম্নমানের বলে জানানো হয়েছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবের তরফে। আবার রাজ্যের টেস্টিং ক্লাবের তরফেও ৮৪ টি ওষুধকে নিম্নমানের বলে দাবি করা হয়েছে।

আরো ওষুধকে (Medicines) নিম্নমানের বলে ঘোষণা

সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে বলা হয়েছে। প্রায় ৪৪ রকমের নিম্নমানের ওষুধ (Medicines) দিব্যি বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে। চিকিৎসকরা জানিয়েছেন, এই সমস্ত ওষুধ শরীরে গেলে কোনো উপকারই হবে না। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস এর ওজোমেট পিজি ২, আলসারের সুক্রালপেট ইউএসপি, গ্যাসের চিকিৎসাল জন্য অ্যাসপিরিন এর মতো বিভিন্ন ওষুধ (Medicines)।

More 51 medicines failed drug quality test

কী বলা হয়েছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবের তরফে: সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে বলা হয়েছে, এই ওষুধগুলির উপাদানে রয়েছে ভেজাল। গত নভেম্বর মাসে যে পরীক্ষা হয়েছিল তার রিপোর্টের নিরিখেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। পাশাপাশি সিডিএসসিও মাসিক পোর্টালেও নিম্নমানের ওষুধের (Medicines) একটি তালিকা প্রকাশ হয়ে থাকে।

আরো পড়ুন : “ব্যক্তিগত ভাবে কষ্ট হয়”, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উলটো সুর! নতুন কী ফন্দি আঁটছেন ইউনূস?

রমরমিয়ে চলছে বিক্রি: উল্লেখ্য, যে নিম্নমানের ওষুধ গুলি রয়েছে, সেগুলির কারখানা রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, মহারাষ্ট্র, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে। এই ওষুধগুলি (Medicines) রোগীদের শরীরে কোনো উপকারই করে না। তারপরেও খোলা বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ওষুধ গুলি

আরো পড়ুন : সেটে গুরুতর আহত নায়িকা, শুরু হতে না হতেই থমকে গেল জি এর জনপ্রিয় সিরিয়ালের শুটিং

রাজ্যের টেস্টিং ল্যাবের তরফে নতুন করে ৫১ টি ওষুধকে নিম্নমানের বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস, প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক, ডায়রিয়ার মতো ওষুধ। দেশের বিভিন্ন সংস্থার তৈরি অন্তত ১১ টি ওষুধকে আগেই নিম্নমানের বলে জানিয়েছে কেন্দ্র এবং রাজ্যের ড্রাগ ল্যাবরেটরি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর