বাংলাহান্ট ডেস্ক : বড়সড় সুখবর আসতে চলেছে ভারতীয় (India) বায়ুসেনায়। এবার বায়ুসেনার জন্য আরো ১০ টি মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান সি-২৯৫ বরাত দেওয়া হয়েছে। এর আগে লাদাখ, সিকিম বা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার দুর্গম সেনাঘাঁটিতে আগেও অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়ার কাজ করেছে এই বিমান( India)। আর সেই কারণেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরো বিমানের বরাত দেওয়া হয়েছে।
ভারতীয় (India) বায়ুসেনার জন্য আসছে আরো বিশেষ বিমান
জানা গিয়েছে, স্পেনের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এর সঙ্গে যৌথ উদ্যোগে এই বিমান তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। ‘মেক ইন ইন্ডিয়া’ (India) কর্মসূচির অংশ হিসেবে গুজরাতের বরোদায় বিমান নির্মাণ কারখানায় তৈরি হবে এই বিমান। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসেই স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে ওই কারখানার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কারা তৈরি করবে বিমান: ২০২১ সালে প্রথম স্পেনের সংস্থাটিকে ৫৭ টি সি-২৯৫ এর বরাত দেওয়া হয়েছিল। ২২ হাজার কোটি টাকার ওই চুক্তিতে বলা হয়েছিল, স্পেনের ওই সংস্থার থেকে ১৬ টি বিমান ‘ওড়ার জন্য উপযুক্ত অবস্থায়’ ভারতীয় (India) বায়ুসেনার জন্য আমদানি করা হবে। আর বাকি ৪০ টি বিমান স্পেনের সংস্থা এবং টাটা গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি হবে ভারতে (India)।
আরো পড়ুন : চোখের জলে বিদায়, হয়ে গেল শেষ শুটিং, কবে থামছে জি বাংলার জনপ্রিয় মেগা?
কী সুবিধা মিলবে: ২০২৩ সাল থেকে প্রথম পর্যায়ে ধাপে ধাপে কয়েকটি বিমান ভারতে (India) আনা হয়েছে। পরবর্তীতে আরো ১৫ টি বিমানের বরাত দেওয়া হয়েছিল যৌথ উদ্যোগে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, তৃতীয় দফায় আরো ১০ টি বিমানের জন্য আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, চিনা আগ্রাসনের সম্ভাবনা দেখা দিলে কাছের সেনাঘাঁটিগুলিতে বাড়তি বাহিনী পৌঁছে দেওয়ার জন্য সি-২৯৫ উপযুক্ত।
আরো পড়ুন : টিভি শোতে গিয়েই বিপত্তি! “মার খেলেন” IIT বাবা, প্রতিবাদে থানার সামনে যা করলেন…
এছাড়াও আহত সেনাদের ফিরিয়ে আনা এবং শত্রুপক্ষের উপরে নজরদারির কাজেও ব্যবহার করা যাবে এই বিমান। জানা যাচ্ছে, একসঙ্গে ৭১ জন সেনা কিংবা প্রয়োজনীয় অস্ত্র সহ ৫০ জন প্যারাট্রুপার কম্যান্ডো এই সি-২৯৫ বিমানে পাড়ি দিতে পারে।