৫০ হাজার তৃণমূল কর্মী-সমর্থক যোগ দেবেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে হুরমুরিয়ে ভেঙে পড়ছে শাসক দল তৃণমূল (All India Trinamool Congress)। রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পদত্যাগের পর রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেই এরা সবাই একে একে বিজেপিতে যোগ দেবেন। নির্বাচনের আগে দলে এরকম ভাঙনে অস্বস্তিতে শাসকদল তৃণমূল।

আরেকদিকে, রাজ্য বিজেপি সুত্রের খবর অনুযায়ী বিভিন্ন দল থেকে আরও আটজন বিধায়ক গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। বিজেপির মহাসচিব তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন যে, এটা কিছুই না, আগামী দিনে আরও চমক আসছে।

বিজেপির সুত্র অনুযায়ী, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেই আরও ৫০ হাজার কর্মী-সমর্থক নাম লেখাবে গেরুয়া শিবিরে। তবে এটা একদিনে সম্ভব নয়। আজকের সভার পর শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরবেন এবং সংগঠন মজবুত করার কাজ করবেন। সেখানেই একে একে করে ৫০ হাজার তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করতে পারে।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর