কেষ্টহীন বীরভূমে বড় ভাঙন তৃণমূল-বিজেপিতে! সিপিএমে যোগ বহু পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বড় ধাক্কা শাসকদলে। চিন্তা বাড়ল বঙ্গ বিজেপিরও। বুধবার সকালে অনুব্রত গড় বীরভূমের লাভপুরে তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিএমে (CPM) যোগদান করল ১০০-র বেশি পরিবার। জানা গিয়েছে হাতিয়া অঞ্চলের পাঁচটি গ্রামের পরিবার এদিন লাল পতাকা তুলে নেয়। রাজ্যে পঞ্চায়েত ভোট পূর্বে এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল ও বিজেপি।

সূত্রের খবর, এদিন লাভপুরের তরুলিয়া হাটে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল ও বিজেপি ছেড়ে শতাধিক পরিবার যোগ দেয় সিপিএমে। প্রসঙ্গত, বর্তমানে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফলে সেখানে পায়ের তলার মাটি শক্ত রাখতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে শাসকদলকে। অন্যদিকে, কেষ্টর অনুপস্থিতিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

গত সপ্তাহেই বীরভূমে সভা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এরই মধ্যে এবার একজোটে ১০০ পরিবারের সিপিএমে যোগদানের ঘটনায় মাথায় হাত তৃণমূল বিজেপির। এদিন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেন আব্দুল আলিম নামের এক ব্যক্তি। দল বদলে তিনি বলেন, ‘‘তৃণমূলের দুর্নীতির কারণে আমরা তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলাম। তৃণমূলের কর্মী হওয়া সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতাদের কিছু বলতে গেলেই জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হত। তাই আমরা প্রায় একশোর বেশি পরিবার সিপিএমে যোগদান করলাম।’’

cpm birbhum

অবশ্য দলবদলের এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘যারা মন থেকে তৃণমূল করে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়ে দল করে। তাই দল ছেড়ে তারা যাবেন না। সুবিধাবাদীরা দল ছাড়ছেন, যারা গত বিধানসভা নিবার্চনের আগে বিজেপিতে গিয়েছিলেন আর এখন আবার সিপিএমে যাচ্ছেন। এদের যাওয়াতে আমাদের দলের কোনও ক্ষতি হবে না।’’

অন্যদিকে, এই ঘটনায় বেজায় উচ্ছাসিত লাল শিবির। এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী জানান, ‘‘তৃণমূল এবং বিজেপি দুই দলের দুর্নীতিতে মানুষ ক্ষিপ্ত। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তাই মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেই লোকে আমাদের দলে যোগদান করছে।” তার আশা শুধু লাভপুরে নয়, পুরো বীরভূমেই বিজেপি-তৃণমূল ছেড়ে আরও বহু মানুষ সিপিএমে যোগ দেবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর