এখনো চলছে আফগানিস্তানের ওপর অত্যাচার, তালিবানেরর গুলিতে প্রাণ হারালো ১০০ এর বেশি নাগরিক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) প্রাণ হারালো ১০০-রও বেশি নিরীহ মানুষ। কান্দাহার প্রদেশের স্পিন বলদকে বড় নাশকতার পেছনে তালিবানের (Taliban) হাত রয়েছে বলে ধারণা আফগান প্রশাসনের। আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মুখপাত্র মিরওয়াইস স্টেনেকজাই এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

নিজেদের দিকে ওঠা এই হামলার দায় অস্বীকার করেছে তালিবানরা। তবে গত সপ্তাহেই ফ্রান্স থেকে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে, আফগানিস্তানের কান্দাহারের স্পিন বলদক শহর দখল করে নিয়েছে তালিবানরা।

ভিডিওতে দেখা যায়, কিভাবে সেখানে লুটপাট চালাচ্ছে তালিবানরা। মহিলা ও শিশুদের উপর অকথ্য অত্যাচার, ঘর-বাড়ি ধ্বংস করার পাশাপাশি সরকারী কর্মী ও আধিকারিকদের মারধর করে তাঁদের গাড়িও লুট করে এই তালিবানরা।

তবে বর্তমান সময়ে আফগানিস্তানের ১০০-রও বেশি মানুষকে গুলি করে মারার ঘটনার নিন্দায় সরব হয়ে মিরওয়াইস স্টেনেকজাই বলেন, ‘প্রধানদের নির্দেশে পাঞ্জাবি পরিহিত কয়েকজন নির্দয় জঙ্গি স্পিন বলদকে হামলা চালিয়েছে আফগানিস্তানে। নিরীহ মানুষদের বাড়ি লুট করে তাঁদের হত্যা করেছে। শত্রুর (পাকিস্তান) মুখোশ টেনে ছিঁড়ে দেওয়া হবে খুব শীঘ্রই’।

সম্পর্কিত খবর

X