বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা ভোটের আগে থেকেই বাংলার মানুষ দেখে চলেছে দল পরিবর্তনের হিড়িক। কখনও ও তৃণমূল থেকে বিজেপিতে, আবার কখনও বিজেপি, সিপিএম থেকে তৃণমূলে। কিন্তু গত বিধানসভা ভোটের ফল বেরানোর পর থেকে বাংলার সব রাজনৈতিক দলের নেতারাই তৃণমূলে যোগ যোগ দেওয়ার জন্য কার্যত লাইন লাগিয়েছে।
ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বড়বড় নেতারা দল পরিবর্তন করেছে। দলবদলুদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল বিজেপি বিধায়ক মুকুল রায়। এছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি আবার বিজেপি ক্ষমতায় না আসায় তৃণমূলে যোগদান করেছেন।
সবাইকে চমকে দিয়ে বিজেপির আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ও তৃনমূলে যোগদান করেন। এছাড়াও সব্যসাচী দত্ত ও বিজেপির বেশ কয়েকজন বিধায়ক গেরুয়া শিবিরের সঙ্গ ছেড়ে ঘাসফুল শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন। একদা ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসার দাবি করা বিজেপির পক্ষে এখন তাঁদের বিধায়কদের ধরে রাখাই জো হয়ে দাঁড়িয়েছে।
আর এই দলবদলের খেলার মধ্যেই ঘটে গেল উলাত পুরাণ। একদিকে যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চারিদিকে হিড়িক পড়েছে, তখন বিজেপির খড়গপুর সদরের বিধায়কের হাতধরে অজস্র মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বছর শুরুর দিনে এটাই বিজেপির কাছে বড় প্রাপ্তি বলা যেতে পারে।
২০২২-র পয়লা জানুয়ারি নিজের বিধানসভা এলাকায় কল্পতরু উৎসব পালন করেন বিজেপির বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। আর সেই উৎসবের জন্য আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক হিরণের হাত ধরে ১০০-র বেশি মহিলা বিজেপিতে যোগ দেন। হিরণবাবু জানিয়েছেন যে, আসন্ন পুরসভার নির্বাচনের আগে এটা একটা ঝলক ছিল মাত্র। তৃণমূলের খেলা ঘোরানোর জন্য আরও খেলা হবে বলে জানান তিনি।
হিরণবাবু জানান, আগামী পৌরসভা নির্বাচনে বিজেপি খড়গপুরে একক সংখ্যাগরিষ্ঠতা হাসিল করে পুরসভা দখল করবে। তিনি জানান, খড়গপুরে মাফিয়া রাজে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। আর এই কারণে তাঁরা এখন খড়গপুরকে মাফিয়াশূন্য করতে তৃণমূলে হাত ছেড়ে বিজেপিতে আসছেন। উল্লেখ্য, খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর থেকেই এলাকার মানুষের পাশে বারবার দাঁড়ানো চেষ্টা করেছেন হিরণবাবু। ইয়াশ থেকে লকডাউন, সবেতেই মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করে এলাকায় সুখ্যাতিও অর্জন করেছেন তিনি। আর এই কারণে, এবারের পুরসভা নির্বাচনে বিজেপি তাঁকে সামনে রেখেই ঝাঁপিয়ে পড়তে চায়।