কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত ১০ হাজারেরও বেশি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে (COVID 19 2nd Wave) সংক্রমণের মাত্রা কিছুটা কমতে না কমতেই, কড়া নাড়ছে তৃতীয় ঢেউ (COVID 19 3rd Wave)। বেশকিছু জায়গায় সংক্রমণের মাত্রা কমলেও, মহারাষ্ট্রে (maharashtra) আবারও বাড়তে শুরু করেছে করোনার গ্রাফ। তবে কি আশঙ্কার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল ভারতে?

বর্তমান সময়ে ভ্যাকসিনেশনের দিকে গুরুত্ব দিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে সকল দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করার জন্য তোরজোড় শুরু করে দিয়েছে সরকার। কিন্তু এরই মধ্যে মহারাষ্ট্রের সংক্রমণের গ্রাফ ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণের মাত্রা। যার ফলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আবারও আতঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী।

একদিনেই ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। মারা গিয়েছেন প্রায় ১৬৩ জন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,০৬৬ জন  এবং প্রাণ হারিয়েছেন ১৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১,০৩২ জন। তবে সবমিলিয়ে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,২১,৮৫৯ জন।

পাশাপাশি, মুম্বইতে গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয়েছে ৩৭,৯০৫ জনের। বিশেষজ্ঞদের মত, বেশি টেস্ট করার ফলেই, সংক্রমণের সংখ্যা বেশি প্রকাশ পাচ্ছে। যার ফলে সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্যাদিনের থেকেও প্রায় ৫ হাজার জনের টেস্ট বেশি করা হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা ধীরে ধীরে সত্য হওয়ার দিকে এগোচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই মহারাষ্ট্রে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের গ্রাফ। যার ফলে আবারও অন্ধকার দিনের ভয়ে কাঁটা হয়ে রয়েছে দেশবাসী।

X