বাংলাহান্ট ডেস্কঃ সীমান্ত এলাকায় কিছুতেই দমতে চাইছে না চীনা সেনারা। ভারতের (india) চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat) চাইনিজ সেনাদের দিলেন এক কড়া হুঁশিয়ারি। একদিকে ভারত- চীন সীমান্তে প্রবল শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে চাইনিজ সেনারা। প্রায় প্রতিদিনই সেনাদের বদল করছে জিনপিং সরকার। অন্যদিকে, ভারত- পাক সীমান্ত এবং ভারত- চীন সীমান্ত দুই দিকেই ঠাণ্ডার সঙ্গে লড়াই করে নিজের জায়গায় অবিচল রয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এক কড়া বার্তা দিলেন। তিনি বলেছেন, বর্তমানে ভারত মহাসাগরে ১২০ টিরও বেশি যুদ্ধজাহাজ মজুত রয়েছে, যা চালবাজ চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত।
গ্লোবাল ডায়লগ সম্মেলনে যে ভঙ্গিতে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এই মন্তব্য করেছেন, তাতে পরিস্কার হয়ে যায়- চীনের বিরুদ্ধে সংঘর্ষের জন্য প্রস্তুত ভারত। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে আসলে, বিরোধীপক্ষের হালত খারাপ করে ছাড়বে ভারতের সেনারা। বর্তমান সময়ে চীনের সঙ্গে উত্তেজিত পরিস্থিতির কথা সরাসরি প্রকাশ্যে না এনে, ভারত মহাসাগরে ভারতের প্রস্তুতির বিষয় পরিস্কার করে দিয়েছেন।
ভারত মহাসাগরকে নিয়ে ভারত কিছুটা দুর্বল পরিস্থিতিতে রয়েছে। ভারতের ওই অংশে ভূমাফিয়া চীন লাগাতার যুদ্ধ জাহাজ প্রেরণ করে, নিজেদের ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করছে। চীনকে হুশিয়ারি দিয়ে বিপিন রাওয়াত আরও জানিয়েছেন, সমস্যা তৈরি করা প্রতিবেশি এবং দেশের অভ্যন্তরের সমস্যা থাকা সত্ত্বেও ভারত এই অংশে নিজেদের ক্ষমতা প্রদর্শন করবে। ভারত এই অংশে নিজের কাজ করে চলেছে।