বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) জন্য বড় ধাক্কা। সাম্প্রতিক তথ্য বলছে, ২০২২ সালে রেকর্ড সংখ্যক ভারতীয় তাঁদের নাগরিকত্ব (Citizenship) ত্যাগ করেছেন। গত ১২ বছরে যা সব থেকে বেশি। ২০১১ সাল থেকে প্রায় ১৬.৬ লক্ষ মানুষ তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাজ্য সভায় (Rajya Sabha) এই তথ্য পেশ করেছে কেন্দীয় সরকার। তাতে দেখা গিয়েছে, শুধু ২০২২ সালেই ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন ভারতীয় তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেন বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar)। আম আদমি পার্টির বিধায়ক (AAP MP) নারায়ণ দাস গুপ্ত (Narayan Gupta) এই তথ্য জানতে চেয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, বিগত তিন বছরে কতজন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। এই প্রশ্নেরই লিখিত উত্তরে এই তালিকা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী। ২০১১ সাল থেকে বছরে কতজন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেই তথ্য দিয়েছেন জয়শঙ্কর।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ থেকে ২০১৯ সাল অবধি ১.২ লক্ষ থেকে ১.৪ লক্ষ মানুষ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন। ২০২০ সালে নাগরিত্ব ত্যাগের হার নেমে যায় ৮৫ হাজার ২৫৬ জনে। কারণ করোনা (COVID 19) পরিস্থিতির কারণে বেশিরভাগ দেশই মানুষের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে নাগরিকত্ব ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কঠিন হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের একই চিত্র দেখা গিয়েছে।
২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন নাগরিকত্ব ত্যাগ করেছিলেন। ২০২২ সালে সেটি বেড়ে ২ লক্ষ ২৫ হাজার ৬২০-তে গিয়ে ঠেকেছে। বিদেশ মন্ত্রক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ২০১১ সালে ১২২,৮১৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১২তে ছেড়েছিলেন ১২০,৯২৩ জন। এরপর ২০১৩তে ১৩১,৪০৫ জন নাগরিকত্ব ত্যাগ করেন।
২০১৪ সালে ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন ১২৯,৩২৮ জন। ২০১৫ সালে ১৩১,৪৮৯ জন, ২০১৬ সালে ১৪১,৬০৩ জন ও ২০১৭ সালে ১৩৩,০৪৯ জন। ২০১৮ সালে ১৩৪,৫৬১ জন নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৯ এ সেই সংখ্যাটি বেড়ে হয় ১৪৪, ০১৭ জন। ২০২০তে ১৬৩,৩৭০ জন ছেড়েছিলেন ভারতের নাগরিকত্ব। ২০২১ সালে ১৬৩,৩৭০ এবং ২০২২-এ ২২৫, ৬২০ জন দেশের নাগরিকত্ব ছেড়েছেন।