২ লক্ষ পার, নাম ঘোষণা হতেই টার্গেট ফিক্সড করলেন সৌমিত্র খাঁ, উল্লাসে মত্ত বাঁকুড়া

বাংলা হান্ট ডেস্ক : এবার টার্গেট দুই লক্ষ! আসন্ন নির্বাচন নিয়ে কেন্দ্র বিজেপি যেমন আত্মবিশ্বাসী তেমনি আত্মবিশ্বাসী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পেয়ে উচ্ছ্বসিত সুভাষ সরকারও। শনিবাসরীয় সন্ধ্যায় প্রার্থী তালিকা আসতেই রীতিমত উৎসবের আমেজ এই বাঁকুড়া জেলায়।

এইদিন প্রার্থী তালিকা প্রকাশ হতেই উচ্ছ্বাস দেখা গেল সৌমিত্র খাঁয়ের গলায়। বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, সভাপতি জেপি নাড্ডাজি আমার উপর ভরসা করেছেন। আমি খুব খুশি।’ প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সন্ধ্যাতেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ জন প্রার্থীর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে ২০ জনের নাম। যার মধ্যে সৌমিত্র এবং সুভাষ অন্যতম।

সূত্রের খবর, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে সুভাষ সরকারের অনুগামীরা। শনিবার সন্ধ্যায় সুভাষ সরকারের সমর্থনে একপ্রস্থ মিছিলও বার করা হয় বাঁকুড়া সদর শহরে। সঙ্গে ছিল আতসবাজি রোশনাই। অন্যদিকে সৌমিত্র খাঁ-কে নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। অনেকেই মনে করেছিলেন, বিগত কয়েকদিনে সৌমিত্রর সাথে বিজেপির দূরত্ব নাকি অনেকটাই বেড়েছে।

collage maker 13 jan 2023 06.54 am sixteen nine

যদিও সেসব জল্পনা মিথ্যা করে তালিকায় নাম করে নিয়েছেন সৌমিত্র খাঁ। তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি নেতা সুনীল রুদ্র মণ্ডল বলেন, ‘ডাঃ সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল ৷ আবারও বাঁকুড়ার মানুষ তাঁকেই জয়যুক্ত করবেন ৷ উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন, স্বাধীনতার পর আর কোনও দলের কোন সাংসদ এত কাজ করতে পারেননি ৷’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর