২০ কোটি নয় উদ্ধার হল আরও বেশি! রাতভর অর্পিতার বাড়িতে টাকা গোনার পর জানাল ED

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সাত সকাল থেকেই SSC দুর্নীতি মামলার তদন্তে নামে ইডি। কমপক্ষে ১৭ জায়গায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িও ছিল। পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারীরা।

অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডির চোখ কপালে ওঠে। পাহাড় সমান নোট উদ্ধার করা হয় অর্পিতার বাড়ি থেকে। প্রথমে ইডি জানায় যে, ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপর টাকা গোনার জন্য ব্যাঙ্ক কর্মীদের ডাকা হয়। তবে, শুধু টাকাই না, উদ্ধার হয় ২০টি মোবাইল ফোনও। এত টাকা এল কোথা থেকে আর এই মোবাইলগুলোর কাজ কী? সেই নিয়েই তদন্ত চালাচ্ছে ইডি।

রাতভর অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গণনা চলে, আর শেষে জানা যায় যে, ২১ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকার গহনা উদ্ধার হয়েছে। ইডি অভিযোগ করেছে যে, অর্পিতা এবং পার্থ কেউই তদন্তে সহযোগিতা করছেন না।

সূত্রের খবর, টালিগঞ্জের ডায়মন্ড সিটি রোডের বাসিন্দা অর্পিতা মুখার্জীর সঙ্গে পার্থবাবুর ঘনিষ্ঠতার খোঁজ পেয়েছিল ইডি। এরপরই তাঁরা দিল্লীর অফিসারদের সঙ্গে কথা বলে তল্লাশির সিদ্ধান্ত নেয়। ৭-৮ জন অফিসার তৎক্ষণাৎ অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর জন্য রওনা দেন।

অফিসাররা অর্পিতার ফ্ল্যাটে পৌঁছে তিনটি ঘরের মধ্যে একটি ঘর বন্ধ দেখতে পারেন। অর্পিতা সেটিকে নিজের শোয়ার ঘর বলে দাবি করেন। আর সেই ঘর থেকেই দুই বস্তা টাকা উদ্ধার হয়। পাশাপাশি ইডি অর্পিতার আরও তিনটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে বলে খবর। বেলঘরিয়াতে অর্পিতার দুটি ফ্ল্যাট ও একটি বাড়ি রয়েছে বলে জানা যায়।

বেলঘরিয়ার রথতলার ক্লাবটাউন হাইটসে অর্পিতার দুটি ফ্ল্যাট আছে। আবাসনের সম্পাদক জানিয়েছে যে, মাসে এক বা দু’বার আসতেন অর্পিতা। পাশাপাশি VIP রা’ও লালবাতি লাগানো গাড়িতে আসতেন সেখানে। বর্তমানে সেই দুটি ফ্ল্যাট তালা বন্ধ।


Koushik Dutta

সম্পর্কিত খবর