আফগানিস্তানে তালিবানের উপর কড়া প্রহার আমেরিকার, এয়ার স্ট্রাইকে খতম ২০০-র বেশি জঙ্গি

বাংলাহান্ট ডেস্কঃ ধুন্ধুমার সংঘর্ষ চলছে আফগানিস্তানে (afghanistan)। আফগান সেনা বনাম তালিবানের (taliban) এই লড়াইয়ে, আশরাফ গানির পক্ষে রয়েছে মার্কিন সেনাবাহিনী। সেনাঘাঁটি সরিয়ে নিলেও পরোক্ষভাবে আফগানদের পক্ষেই রয়েছে মার্কিন বাহিনী। শনিবার আমেরিকার সেনাবাহিনীর পাল্টা আঘাতে নিকেশ হয় দুশোরও বেশি তালিবানী জঙ্গি। উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে আফগানিস্তানে।

বর্তমান সময়ে আফগানিস্তানের অবস্থা প্রায় সকলেরই জানা আছে। কিভাবে আফগান সরকারকে নাস্তানাবুদ করে একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে তালিবানরা। এই সংঘর্ষের মাঝে পড়ে সেনা, তালিবান থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণও রেহাই পাচ্ছে না। তবে এই সংঘর্ষে আফগানিস্তানের পক্ষে রয়েছে মার্কিন এবং ভারতের সমর্থন।

ei samay 10

আফগানিস্তানের মার্কিন সেনাবাহিনী মোতায়েন থাকলেও, বর্তমানে তা সরিয়ে নিতে হয়েছে। তবে সেনাঘাঁটি সরিয়ে নিলেও, আফগান সেনাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করছে মার্কিন বাহিনী। এরই মাঝে শনিবার সন্ধ্যে থেকেই হামলার পরিমাণ বাড়িয়ে দেয় আফগান সেনাবাহিনী। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ, জঙ্গিদের গোপন ডেরা খুঁজে জাওঝান প্রদেশের শেবেরগান শহরে বিমানহানা (Air Strike) চালায় মার্কিন সেনাবাহিনী। সেখানেই খতম হয় দুশোরও বেশি তালিবানী জঙ্গি।

এবিষয়ে ট্যুইট করে জানান আফগান আধিকারিক ফাওয়াদ আমন। তিনি ট্যুইটে লেখেন, ‘গোপোন সূত্রে আফগান সেনার কাছে খবর আসে জওজান প্রদেশের শেবেরগান শহরে কয়েকশো জঙ্গি লুকিয়ে আছে। এই খবর পেয়েই আমেরিকার সহযোগিতায় বিমান হামলা করা হয়। জঙ্গিদের ডেরায় পর পর বোমা বর্ষণ করে আমেরিকার বি-৫২ বিমান। যার ফলে প্রচুর অস্ত্র সহ ২০০ জনেরও বেশি তালিবান জঙ্গি খতম হয়’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর