ভোটের আগে ফের ধস শাসক দলে! কৃষ্ণনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ৫০ পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের ঘোষণার আগে থেকেই দলবদলের ফলে জেরবার ছিল শাসক দল। আর প্রথম দফার নির্বাচনের আগেও তৃণমূলে সেই ভাঙন দেখা গেল। সোমবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভাতজাংলা পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ৫০ জন পরিবারের প্রায় ২০০ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থী মহাদেব সরকার।

768 512 11119706 thumbnail 3x2 nadia

সর্বভাতিয় কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারকে এবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিজের কেন্দ্রে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন। মানুষের বিপুল সমর্থনও পাচ্ছেন বলে দাবি করেন তিনি। মহাদেববাবু জানান, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিধায়ক থাকার পরেও মানুষের হয়ে কাজ করেন নি তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। আর সেই কারণে এলাকার মানুষ এখন ওনার উপর আস্থা দেখাচ্ছেন।

মহাদেব সরকার বলেন, তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বিধানসভায় গিয়ে কথা বলতে পারেন না। তিনি মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের হয়ে কাজ করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। আর এই কারণে এলালার মানুষ এখন ওনার উপরে ভরসা দেখাচ্ছেন। তিনি বলেন, এই এলাকায় আমি জিতে মানুষকে তাঁদের অধিকার পাইয়ে দেওয়ার কাজ করব।


Koushik Dutta

সম্পর্কিত খবর