করন, সলমনকে বয়কটের দাবিতে সোচ্চার নেটদুনিয়া, এক সপ্তাহেই ৪০ লক্ষ সই অনলাইন পিটিশনে!

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
পরিচালক করন জোহর (karan johar), সলমন খান (salman khan) সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। করন, সলমন ও যশরাজ ফিল্মসের ছবি বয়কট করার দাবিতে সরব হয়েছে নেটদুনিয়া। সুশান্তের মৃত‍্যুর পরপরই সলমন, করনদের আসল রূপ প্রকাশ‍্যে আসতেই শুরু হয়েছিল অনলাইনে সই সংগ্রহ। বলিউড মাফিয়াদের বয়কটের দাবিতে চলছিল অনলাইন পিটিশনে সই করা।

IMG 20200614 WA0003

মাত্র এক সপ্তাহেই ৪০ লক্ষের ও বেশি মানুষ সই করেছেন এই অনলাইন পিটিশনে। যশরাজ ফিল্মস, সলমন খানের এসকেএফ সিনেমা ও করন জোহরের ধর্মা প্রোডাকশন বয়কটের দাবিতে চলছে এই অনলাইন পিটিশন সংগ্রহ। জানা গিয়েছে সুশান্তের মৃত‍্যুর কয়েক মাস আগে থেকেই তাঁর ছয় ছয়টি ছবি আটকে দেওয়া হয়। এমন ব‍্যবস্থা করা হয় যাতে তিনি ওয়েব সিরিজ ও টেলিভিশন ছাড়া আর কোথাও অভিনয় না করতে পারেন।

https://twitter.com/dhananjaynews/status/1273770570522320896?s=19

এই তথ‍্য প্রকাশ‍্যে আসার পর থেকেই নেটজনতার ক্ষোভ গিয়ে পড়েছে এই বলিউড হেভিওয়েটদের ওপর। বিহারে উঠেছে ‘সলমন খান মূর্দাবাদ’ ধ্বনি। বন্ধ করা হয়েছে সলমনের ‘বিইং হিউম‍্যান’ ব্র‍্যান্ডের দোকান। সলমন খানের ব্র‍্যান্ড ‘বিইং হিউম‍্যান’ এর দোকানের সামনে বিক্ষোভ দেখায় কয়েকজন ক্ষুব্ধ জনতা। দোকান বন্ধ করে দেওয়ার দাবি করেন তাঁরা। সেই সঙ্গে শোনা যায় ‘সলমন মূর্দাবাদ’ ধ্বনি।সুশান্তের মৃত‍্যুর প্রতিবাদে পথে নামে বিহারবাসী। বিহারে সলমন ও করনের ছবিও দেখানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://twitter.com/Aryann45_/status/1273481871658110979?s=19

এর আগেই পাটনার রাস্তায় পোড়ানো হয়েছে করণ, সলমনদের কুশপুতুল। রাস্তা জুড়ে চলেছে সুশান্তের অনুরাগীদের বিক্ষোভ। কোথাও কুশপুতুল পুড়িয়ে আবার কোথাও মোমবাতি মিছিল করে চলেছে বিক্ষোভ প্রদর্শন। উঠেছে সলমন, করণ জোহরদের বয়কট করার দাবিও।

Niranjana Nag

সম্পর্কিত খবর