পাটনার রাস্তায় কুড়িয়ে পাওয়া গেল ৫ শতাধিক আধার কার্ড

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার পাটনার বীরচন্দ্র প্যাটেল রোডে অবস্থিত পরিবহণ অধিদফতরের (সুলতান প্রাসাদ) কার্যালয়ের কাছে রাস্তার পাশে দাবিহীন ৫ শতাধিক আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং প্যান কার্ড পাওয়া যায়।এই আধার কার্ডগুলির তথ্য স্থানীয় লোকেরাই কোতোয়ালি থানার পুলিশকে দিয়েছিল। ঘটনায় উচ্চ স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

যে ব্যাগে এই আধার কার্ড গুলি পাওয়া গেছে সেখানে তিন বোতল দামী মদও রাখা হয়েছিল। পুলিশ সমস্ত কার্ডগুলির বাজেয়াপ্ত তালিকা তৈরি করার সময়, মোট ৫৪১ টি আধার কার্ড, 700 টিরও বেশি ভোটার আইডি এবং ৬ টি প্যান কার্ড পাওয়া গেছে।

aadhar

সূত্র থেকে জানা যায়, এই আধার কার্ড গুলির মধ্যে ৬ জন নেতাদের নামও পাওয়া গেছে। যাদের মধ্যে অনেকেই এখনো রাজনীতির ময়দানে সক্রিয়। পুলিশ জানিয়েছে, আরজেডির প্রাক্তন এমএলসি মোহাম্মদ খুরশিদ মহসিনের আধার কার্ডও পাওয়া গেছে। যিনি ১১ ই জানুয়ারী, ২০১৮ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে এক বছর আগে মারা যাওয়া নেতার আধার কার্ড কীভাবে দাবি ছাড়ানো ব্যাগের মধ্যে এসেছিল। ব্যাগটিতে এক বোতল ওয়াইন আবিষ্কারের পরে রহস্য আরও গভীর হয়।

পুলিশের তরফ থেকে এখনো কিছু জানানো না হলেও , এই গুরুত্ব পূর্ন নথি আদেও কতখানি সুরক্ষিত তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

সম্পর্কিত খবর