জোর ঝটকা! রেশন কার্ড থাকলেও আর ফ্রি-তে মিলবে না খাদ্যসামগ্রী, ঘোষণা রাজ্য খাদ্য দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ এদেশে এমন বহু মানুষ আছেন যারা দু’বেলা দু’মুঠো খাবারের জন্য রেশনের ওপর নির্ভরশীল। রেশন সামগ্রী দিয়েই সংসার চলে অনেকের। কোভিডের সময় থেকে আবার ফ্রি-তে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৫ বছর মিলবে এই  সুবিধা। এর মাঝেই পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর! এবার রেশন কার্ড (Ration Card) থাকলেও ফ্রি-তে সামগ্রী পাবেন না ৬ লক্ষ গ্রাহক।

  • রেশন (Ration Card) নিয়ে বিরাট ঘোষণা রাজ্য খাদ্য দফতরের

সম্প্রতি পশ্চিমবঙ্গের ৬ লক্ষ ৬০ হাজার ৫০১ জন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়েছেন রাজ্য খাদ্য দফতর (West Bengal Food Department)। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই তালিকা। এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড রয়েছে ৫ লক্ষ ৪৬  হাজার এবং অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা রেশন কার্ডের সংখ্যা ৫৭ হাজার ২৬৩।

   
  • কেন পাওয়া যাবে না ফ্রি রেশন?

কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যের রেশন গ্রাহকদের কার্ডের (Ration Card) সঙ্গে আধার নম্বর সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছিল। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই দেখা যায়, গোটা দেশে অগুনতি এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই।

আরও পড়ুনঃ ফাঁকির দিন শেষ! ১০০ দিনের কাজে এবার নয়া নিয়ম, বিরাট সিদ্ধান্ত কলকাতা পুরসভার

এবার এই সকল রেশন কার্ডকেই ভুয়ো (Fake Ration Card) বিবেচিত করে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন এই সকল গ্রাহকদের কাছে রেশন কার্ড থাকলেও তা কোনও কাজে আসবে না। মিলবে না ফ্রি সামগ্রী। এদিকে ভুয়ো রেশন কার্ডের পাশাপাশি বেশ কিছু রেশন ডিলারকেও নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ration card

জানা যাচ্ছে, অভিযোগের ভিত্তিতে ৩৬৩১টি রেশন (Ration) দোকানে হানা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮৪ জনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে। তাঁদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৭ জনের আবার সোজা লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসলে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ বহুদিনের। পশ্চিমবঙ্গের রেশন (Ration Card) দুর্নীতির জল আদালত অবধি গড়িয়েছে, গ্রেফতার হয়েছেন অনেকে। এবার সম্পূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। গোটা ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেটাই সুনিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর