অবাক কাণ্ড! ‘চোখ খুললেন’ মোরেনা মন্দিরের শনি দেব! পুরোহিত বললেন, ‘অশনি সঙ্কেত’

বাংলাহান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই ঘটতে দেখা যায়, যার কোনও ব্যখ্যা মেলে না। মধ্যপ্রদেশের মোরেনায় আন্তি পাহাড়ের উপর অবস্থিত একটি শনি মন্দির। সেই মন্দিরই এখন শিরোনামে। ভক্তদের দাবি, সেখানে শনি দেবতার বিগ্রহ হঠাৎ ‘চোখ খুলেছেন’। এক ভক্ত সেখানে পুজো দিতে এই ঘটনা মোবাইলে তুলে ধরেছেন।

দাবি করা হচ্ছে, অন্যান্য ভক্তরা নাকি এই দৃশ্য দেখতে পাননি। মন্দিরের পুরোহিতের মতে, এটি কোনও অমঙ্গলের চিহ্ন। ওই ভক্তের নাম অশোক পরিহার। গ্বালিয়রের পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত তিনি। গত ৩১ ডিসেম্বর আন্তি পাহাড়ের ওই শনি মন্দিরে যান তিনি। মোবাইলে ভিডিও করার সময় হঠাৎ দেবতার বিগ্রহের দিকে চোখ যায় তাঁর। তখনই তিনি দেখতে পান, শনি দেব যেন তাকিয়ে রয়েছেন।

   

lord saturn

এই ঘটনায় চমকে ওঠেন তিনি। গত ১০ বছর ধরে ওই মন্দিরে যাচ্ছেন অশোক। কিন্তু এত বছরে এই প্রথম এমন দেখলেন বলে জানান তিনি। মোবাইল বন্ধ করার পরেও নাকি কিছুক্ষণ দেবতার চোখ খোলা ছিল। কিন্তু তারপর ‘চোখ বন্ধ’ হয়ে যায় পাথরের বিগ্রহের। দাবি করা হচ্ছে, এই ঘটনা নাকি অন্য কোনও ভক্তই দেখতে পাননি। 

এমন ‘অদ্ভুত’ ঘটনায় আপ্লুত অশোক পরিহার। তাঁর মতে, শনি দেবতা নিজের মতো করে তাঁকে দর্শন দিয়েছেন। তাই নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করছেন ওই পুলিশকর্মী। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভক্তদের মধ্যে এই ভিডিও এখন আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে মন্দিরের পুরোহিত শিব রামদাস মহারাজ বলেন, এমন ঘটনা তিনি আগে দেখেননি।

morena temple

তাঁর মতে, ক্যামেরায় কোনও কারসাজি না করা হয়ে থাকলে যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে তা ভাল নয়। শনি দেবতার চোখ খোলা আসন্ন কোনও অমঙ্গলের বার্তাও হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা তাঁর সামনে ঘটেনি। হোয়াটসঅ্যাপে এই ভিডিও তিনি পেয়েছেন।

তাই যদি এমন সত্যিই ঘটে থাকে, তা আশঙ্কার বিষয়। কারণ শনি দেবের রোষ থেকে কেউ বাঁচতে পারেনি। পুরাণেও শনি দেবের চোখের দিকে তাকানো নিষেধ করা আছে। শনি দেব কোথাও চোখ খুলে দেখলে সেখানে ধ্বংস নেমে আসে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর