বাংলা হান্ট ডেস্কঃ আফ্রিকার দেশ মরক্কোতে (Morocco) শক্তিশালী ভূমিকম্পের (Morocco Earthquake) কারণে গোটা দেশে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। মরোক্কোতে বিধ্বংসী ভূমিকম্পের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার একাধিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। শুক্রবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮।
https://twitter.com/Kemiolunloyo/status/1700406663751123311?s=20
बता दें कि भूकंप रात 11:11 बजे मराकेश से 71 किलोमीटर दक्षिण पश्चिम में 18.5 किलोमीटर की गहराई पर आया. इसे रबात, कैसाब्लांका और एस्सौइरा के तटीय शहरों में भी महसूस किया गया. संयुक्त राज्य भूवैज्ञानिक सर्वेक्षण (USGS) ने कहा कि यह एक सदी से भी अधिक समय में उत्तरी अफ्रीकी देश के उस हिस्से में आया सबसे तेज झटका था. दर्दनाक वीडियो इस प्राकृतिक आपदा के दौरान हुई अराजकता और विनाश की एक झलक प्रदान करते हैं.
https://twitter.com/Eva_CZ1/status/1700406519135600902?s=20
বলে দিই যে, ভূমিকম্পটি মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে রাত ১১:১১ মিনিটে হয়েছিল। এটি উপকূলীয় শহর রাবাত, কাসাব্লাঙ্কা এবং এসসাউইরাতেও অনুভূত হয়েছিল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলেছে যে এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে উত্তর আফ্রিকার দেশটির ওই অংশে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
Footages of heartbreaking moment in Morocco as at least 296 people are reported dead and over 150 injured after a 6.8 magnitude earthquake hit the country.
Our thoughts and prayers are with everyone in Morocco. pic.twitter.com/dLjaNqdZjX— Lawrence I. Okoro ( Sir Law ) (@LawrenceOkoroPG) September 9, 2023
শনিবার সারা বিশ্ব থেকে সমর্থনের বার্তা পেতে শুরু করেছে মরক্কো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ‘মরোক্কো সরকারকে ক্ষতিগ্রস্ত জনসংখ্যাকে সহায়তা করার প্রচেষ্টায় জাতিসংঘ প্রস্তুত রয়েছে।’
প্রধানমন্ত্রী মোদিও বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারানো মানুষদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন এবং এই দুঃখজনক সময়ে উত্তর আফ্রিকার দেশটির জনগণের প্রতি তার চিন্তাভাবনা ও সমর্থন প্রদান করেছেন।