বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো যে আটটি দল খেলছে তার মধ্যে মরোক্কো হলো অন্যতম। প্রথম ম্যাচে তারা শক্তিশালী জার্মানির কাছে হেরে যায় বিশাল ব্যবধানে। সবার তাদের জালে বল জড়িয়ে দেয়। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দিয়েছে ১-০ গোলে। যা বিশ্বকাপে তাদের ঐতিহাসিক প্রথম জয়।
শুধু তাই নয়, ওই ম্যাচে ইতিহাস গড়েছেন মরোক্কান ডিফেন্ডার নুহাইলা বেনজিনাও। মহিলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে হিজাব পরে ওই দিন মাঠে নামেন তিনি। সেই নিয়ে সোশ্যাল মিডিয়া আলোড়ন পড়ে গিয়েছে। এর আগে মহিলা ফুটবলে অন্যান্য ক্ষেত্রে বা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কেমন দেখা গেলেও মূল বিশ্বকাপে এমন দৃশ্য দেখা যায়নি।
জার্মানির বিপক্ষে ম্যাচে বেনজিনা সুযোগ পাননি প্রথম একাদশে। কিন্তু আজ মরক্কোর দ্বিতীয় ম্যাচেই সুযোগ মেলে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের। আর এই ম্যাচে হিজাব পরে খেলে এক ঐতিহাসিক নজর বললেন এই মরক্কোর মহিলা ফুটবলার। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
অনেকেই বলছেন এটি একজন ফুটবলারের স্বাভাবিক মুভমেন্টের ব্যাঘাত ঘটাতে সক্ষম। ফুটবল এমন একটি খেলার যা প্রায় গোটা শরীর দিয়ে খেলতে হয় এবং সেখানে মাথার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ধর্মের নামে হিজাব পরিধান করলে মাঠে নেমে ফুটবলের কিছু বিশেষ স্কিলের ক্ষেত্রে দক্ষতার অভাব দেখা যেতে পারে। আবার অনেকেই এটিকে নিজের ধর্মের প্রতি স্বচ্ছ আনুগত্য বলে বেনজিনাকে তারিখ জানাচ্ছেন।
প্রসঙ্গত গত পুরুষ বিশ্বকাপে কাতারের মাটিতে মরক্কোর পুরুষ দল ইতিহাস তৈরি করেছিল। প্রথম আফ্রিকান দল হিসেবে তারা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। সেমিফাইনালে তাদের হারতে হয়েছিল শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে। কিন্তু তার আগে পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো দেশগুলোকে চমকে দিয়েছিল তারা। মরক্কোর পুরুষ দল যে সাফল্য পেয়েছে মহিলা দল সেই সাফল্যের প্রতিফলন ঘটাতে পারবে কিনা সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে তারা মাঠে নামলেই।