ভারত-আফ্রিকার খেলার মাঝেই সবাইকে অবাক করলেন এই ক্রিকেটার, আচমকাই নিলেন অবসর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে এই সময়ে টেস্ট ক্রিকেটের উত্তেজনা চরমে। একাধিক রোমাঞ্চকর সিরিজ চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। একদিকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে অ্যাশেজ সিরিজ। একই সঙ্গে সম্প্রতি নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজও শেষ হয়েছে। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও খেলা চলছে। কিন্তু এরই মধ্যে পুরো বিশ্বকে চমকে দিয়ে অবসর নিলেন এক তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস হঠাৎ করেই সমস্ত রকমের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করে দিলেন। ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকা দলে খেলার সুযোগ পাননি এই খেলোয়াড়। এরপরই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন মরিস। যদিও তার অবসর নেওয়ার মতো বয়স হয়নি। অনেকেই বলছেন ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে জায়গা না পাওয়ায় মরিস অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

chris morris

ক্রিস মরিসের এই সিদ্ধান্তে অবাক হয় অনেক ক্রিকেটপ্রেমীই। গত মরশুমে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হয়েছিলেন মরিস। রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি টাকায় আইপিএল ২০২১-এর জন্য মরিসকে তার দলে অন্তর্ভুক্ত করেছিল। এছাড়া আইপিএলে সিএসকে এবং আরসিবি-র হয়েও খেলেছেন মরিস। রাজস্থানও যদিও পরবর্তী ম্যাচ গুলির জন্য তাকে রিটেন করেনি।

ক্রিস মরিস তার সংক্ষিপ্ত কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৪টি টেস্ট, ৪২টি ওডিআই এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়কালে তিনি প্রতিটি ফরম্যাটে যথাক্রমে ১২, ৪৮ এবং ৩৪ টি উইকেট নেন। একই সময়ে, মরিস ৮১টি আইপিএল ম্যাচেও ৯৫ টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও দলের প্রয়োজনে আগ্রাসী ব্যাটিং করতে পারেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর